-
-
সম্প্রতি সম্পূর্ণ আয়নাবিহীন এক ‘কনসেপ্ট কার’ দেখিয়েছে জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতি সিইএস ২০১৬-তে নতুন ‘আই৮ কনসেপ্ট কার’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
বিএমডব্লিউ আই৮–এ ‘রিয়ার-ভিউ’ আর ‘সাইড-ভিউ’ মিররের জায়গায় রাখা হয়েছে তিনটি ক্যামেরা। ক্যামেরাগুলোর মাধ্যমে গাড়ির পেছনে আর আশপাশের অবস্থা দেখতে চালকের জন্য ‘রিয়ার-ভিউ’ মিররের জায়গায় রাখা হয়েছে বড় ডিসপ্লে।গাড়ির দুইপাশের সাইড-ভিউ মিররের জায়গায় থাকবে প্রথম দুটি ক্যামেরা। তৃতীয় ক্যামেরাটি রাখা হয়েছে গাড়ির পেছনের জানালার ভিতরে। গাড়িতে ব্যবহৃত সফটওয়্যার সবগুলো ক্যামেরায় ধারণ করা ভিডিও একত্র করে গাড়ির পেছনের রাস্তা চালককে একটি ওয়াইড অ্যাঙ্গল ভিডিওতে দেখাবে বলে জানিয়েছে সিএনএন।
এই প্রযুক্তি নিয়ে বিএমডব্লিউ-এর পক্ষ থেকে বলা হয়েছে, “আগের সব বিপজ্জনক ব্লাইন্ড স্পটগুলো এখন অতীতের ব্যাপার। ভিডিওতে আভ্যন্তরীণ ও বাহ্যিক আয়নার থেকে বড় অ্যাঙ্গেলে দেখা যাবে গাড়ির পেছনের যানবাহন।” সেই সঙ্গে রাস্তায় বিপজ্জনক কোনো বাঁধা দেখলে স্ক্রিনে সতর্কতা সংকেতও দেবে গাড়িটির নিজস্ব সফটওয়্যার।আয়নার জায়গায় ক্যামেরা নিয়ে আসার ফলে শুধু গাড়ির নিরাপত্তাই উন্নত হয়নি, সেই সঙ্গে আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে বিএমডব্লিউ। নতুন ওই নকশার ফলে গাড়িটি চালানোয় বাতাসের শব্দ কম হবে এবং গাড়ির গ্যাস মাইলেজও বাড়বে বলে দাবি প্রতিষ্ঠানটির।
বিএমডব্লিইউ আই৮-এর নানা ফিচার নিয়ে মুখর হলেও এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের রাস্তায় গাড়িটি চালানো বৈধ নয়। কারণ, দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনস্ট্রেশন-এর আইনে গাড়িতে রিয়ার-ভিউ মিরর রাখা বাধ্যতামূলক।