অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘স্টোলেন’ নামের একটি অ্যাপ। অ্যাপটির সাহায্যে অনেকটা ব্যবহারকারীর অজান্তেই তার টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব ছিল।
স্টোলেন অ্যাপটি মূলত গেইম অ্যাপ হিসেবে অ্যাপ স্টোরে লঞ্চ করা হয়েছিল। গেইমের অংশ হিসেবেই গেইমারকে নিজ টুইটার অ্যাকাউন্টকে কার্ডে পরিণত করতে হত। এতে করে গেইমার গেইমের ভার্চুয়াল জগতে কেনাকাটার অনুমতি পেতেন। কিন্তু একবার ওই গেইম কার্ড চুরি হয়ে গেলে, চোর ওই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীর টুইটার প্রোফাইলে যা খুশি তা লিখে দিতে পারত।
এটি ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করতে পারে এবং এর মাধ্যমে তারা হয়রানির শিকার হতে পারেন বলে গেইমাররা শঙ্কা প্রকাশের পর অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ স্টোর থেকে নিজেদের ওই অ্যাপটি সরিয়ে নিয়েছে। অ্যাপ সরিয়ে নেওয়ার পর এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, “এই অ্যাপটি আর অ্যাপ স্টোরে পাওয়া যাবে না। সবার আশঙ্কার কথা জানার পর আমরা মনে করছি অ্যাপটি সরিয়ে নেওয়াটাই সবচেয়ে ভাল পদক্ষেপ হবে।”
বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানের অ্যাপ সরিয়ে নেওয়াবিষয়ক ওই টুইট বার্তায় প্রথম উত্তর দিয়েছেন বিতর্কিত ইউটিউব তারকা স্যাম পেপার। ওই টুইটে পেপার লিখেন, “আপনাদের যা করলেই চলত তা হল, অ্যাপটির যে অংশের সাহায্যে অন্যান্যরা প্রোফাইল এডিট করতে পারছে, শুধু সে অংশটুকু মুছে দেওয়া।”
অন্যদিকে যারা গেইমটি ‘ইন-গেইম পারচেজ’-এর জন্য গাঁটের পয়সা খরচ করেছিলেন তাদের সবাইকে অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান।