Site icon Trickbd.com

ভিডিও সেবা আনছে স্পটিফাই

Unnamed

মোবাইল ফোন ব্যবহারকারীরা এখন ভিডিও দেখছেন
বেশি। সুইডেনভিত্তিক অনলাইন মিউজিক স্ট্রিমিং সেবা
স্পটিফাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এ
সপ্তাহ থেকে ভিডিও সেবা চালু করতে যাচ্ছে।

স্পটিফাইয়ের ভিডিও সেবার মধ্যে ছোট ছোট ভিডিও
এবং ভিডিও নির্মাতা বিবিসি, ইএসপিএন, মেকার
স্টুডিওর তৈরি ভিডিও থাকবে। স্পটিফাই কর্তৃপক্ষ
জানিয়েছে, তাদের তৈরি ভিডিও প্ল্যাটফর্মে ভাইস
নিউজ, এবিসির মতো সংবাদমাধ্যমও যুক্ত থাকবে।
শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইডেনে এ ভিডিও
সেবা চালু হচ্ছে। পরবর্তীতে অন্যান্য দেশ ও আইওএস

প্ল্যাটফর্মে স্পটিফাই ভিডিও সেবা পাওয়া যাবে।
স্পটিফাইয়ের ভাইস প্রেসিডেন্ট শিব রাজারমন বলেন,
‘পরীক্ষা-নিরীক্ষার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা
যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি তার সফল বাস্তবায়ন
হতে যাচ্ছে। বিস্তৃত কনটেন্ট, পরীক্ষা-নিরীক্ষা করা
আমাদের লক্ষ্য ছিল।’

স্পটিফাই কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ভিডিওতে এখন
কোনো বিজ্ঞাপন থাকবে না। তবে ভবিষ্যতে
বিজ্ঞাপন দেখানো হতে পারে। বর্তমানে স্পটিফাইয়ের
আয়ের উৎস হচ্ছে যাঁরা স্পটিফাইয়ের গ্রাহক নন তাঁদের
দেখানো বিজ্ঞাপন থেকে আয় আর সরাসরি গ্রাহকদের
কাছ থেকে সাবসক্রিপশন ফি ।
স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল একের মতে,
ভবিষ্যতে ভিডিও গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে
দাঁড়াবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

Exit mobile version