Site icon Trickbd.com

বাংলাদেশিদের জন্য ইউসি ব্রাউজারে বিশেষ পরিবর্তন!

Unnamed

বিশ্বের সেরা থার্ড পার্টি
মোবাইল ব্রাউজার নির্মাতা
কোম্পানি ইউসিওয়েব
বাংলাদেশী এন্ড্রয়েড
ব্যবহারকারীদের জন্য গত এক বছরে
বিভিন্ন রকমের পরিবর্তন এনেছে।
আর এবারের হালনাগাদটি হচ্ছে
সবচেয়েবড় হালনাগাদ।

ইন্টারনেট বাজারে চলমান অন্যান্য
ব্রাউজারের মধ্যেএবারই প্রথম
ইউসিতার ব্যবহারকারীদের জন্য
নিজস্বীকরণ এবং ব্যবহারকারী
কিভাবে কোন ওয়েব কন্টেন্ট
দেখবে তা নির্ধারণের এক
বিশেষ প্রযুক্তি এনেছে। এটি
কন্টেন্ট সংযোগকারী এবং
বিতরণকারী হিসেবে আধুনিক
মোবাইল ব্রাউজারের নতুন
সংজ্ঞা প্রদাণ করেছে। এই নতুন
সংস্করণে উন্নতমানের ব্রাউজিং
অভিজ্ঞতার পাশাপাশি
ব্রাউজারে বিশেষ ভাবে
ডিজাইন করা ব্যাকগ্রাউন্ড ছবি
নির্ধারণ করার ব্যবস্থা রেখেছে।

ইউসি ব্রাউজার বাংলাদেশি
ব্যবহারকারীদের জন্য ‘কার্ড’
নামে নতুন এক নিজস্বীকরণ হোম

পেইজের মাধ্যমে দ্রুত এবং খুব
সহজে স্থানীয় তথ্য পাওয়ার
ব্যবস্থা করেছে। সহজে
পরিচালনয়ী এই কার্ড ব্যবস্থায়
ব্যবহারকারীরা বাংলাদেশের
সর্বশেষ খবর, প্রয়োজনীয় সেরা
ওয়েবসাইট, লাইভ ক্রিকেট,
ক্রিকেটের খবর, সেরা মিউজিক
কিংবা মিউজিক ভিডিও
ইত্যাদির হালনাগাদ পাবেন
সয়ংক্রিয়ভাবে। ব্যবহারকারী এই
কার্ডগুলো নিজেদের পছন্দমত
পর্যায়ক্রমে সাজাতে পারবেন।

যদি কোনো ব্যবহারকারী
‘শিরোনাম’ কার্ডটি সবার উপরে
রাখেন এবং ব্রাউজারে প্রবেশ
করেন তবে তিনি তৎক্ষণাত
বাংলাদেশের সর্বশেষ সংবাদ
শিরোনাম গুলো পড়তে পারবেন।
ইউসি ব্রাউজারের বিশেষ এই
হালনাগাদ সম্পর্কে বলতে গিয়ে
ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল এর
পরিচালক কেনিই বিডি
টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন
“ইউসি প্রথম মোবাইল ব্রাউজার
হিসেবে ক্লাউড কম্পিউটিং
ব্যবহার করেছে। নতুন এই সংস্করণ
প্রকাশ করার মাধ্যমে ইউসি
ব্রাউজার মোবাইল ব্রাউজার
শিল্পে আরো একধাপ এগিয়ে
গেলো এবং মোবাইল ইন্টারনেট

ব্রাউজিং অভিজ্ঞতায়
নিজেদের অবস্থান অটুট রাখলো।

নতুন এই সংস্করণ মোবাইল
ইন্টারনেট ব্যবহারকারীদের
ইন্টারনেট ব্যবহার অভিজ্ঞতার
পরিবর্তন এনে খুব সহজে স্থানীয়
কন্টেন্ট উপলব্ধ করতে সাহায্য
করবে। “
আইকনিক ক্লাউড প্রযুক্তির
সাহায্যে ইউসি ব্রাউজার অত্যন্ত
দ্রুত গতিতে ওয়েব পেইজ লোড
করতে সক্ষম। ইউসি ব্রাউজারের
বর্তমান ভার্সনে বাংলা ভাষা
যুক্ত হয়েছে যা পাওয়া যাবে
প্লেস্টোরে এবং খুব শীঘ্রই
দ্বিতীয় ইউসি ব্রাউজার
ব্যবহারকারী মিট আপ অনুষ্ঠিত হবে

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)