মেইল সেবা হালনাগাদ করেছে ইয়াহু। মেইল সেবার ক্ষেত্রে মাইক্রোসফট ও গুগলকে টেক্কা দিতেই মেইলে বড় ধরনের পরিবর্তন এনেছে ইয়াহু কর্তৃপক্ষ।
ইয়াহু মেইলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন হিসেবে। এক ব্লগ পোস্টে ইয়াহুর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সিমন খালাফ বলেন, ‘আমরা মেইল চালাচালি ও কমিউনিটির মধ্যে যোগাযোগের বিষয়টিকে আরও সহজ করেছি। এতে সর্বশেষ খবরাখবর অনুসরণ করার পাশাপাশি কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া যাবে।’
২০১৫ সালেও ইয়াহু মেইলের নকশার ক্ষেত্রে বড় ধরনের রদবদল এনেছিল ইয়াহু। এবারে মেইলের নকশা হালনাগাদ করার পাশাপাশি বেশ কিছু নতুন ফাংশন যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে ইয়াহু মেইলের সঙ্গে মাইক্রোসফটের আউটলুকসহ অন্যান্য মেইল যুক্ত করা যাবে।
প্রথম বাংলায় প্রকাশিত হয়ঃ HamWap.Com এ