গাছ বেঁচে থাকে মাটিকে আঁকড়ে
ধরে। কিন্তু সেই মাটি যখন আকাশে
উড়বে তখন গাছ কোথায় থাকবে?
এবার মাটি ও গাছ একত্রে আকাশে
উড়বে।
বরাবরের মত এবারও এই নতুন
আবিষ্কারের পেছনে রয়েছে
জাপান। জাপানি একটি
কোম্পানি হশিঞ্ছু, একটি বাতাসে
উড়া বামনগাছ আবিষ্কার করেছেন।
পাত্রের উপরে এই গাছটি সুন্দর করে
ভাসমান বামনগাছ দুটি অংশে
বিভক্ত। তার মাঝে একটি হল
‘শক্তিশালী পাত্র’ এবং আরেকটি
হল ‘ভাসমান বল’। সেই পাত্রের উপরে
বামনগাছ ভাসানোর জন্য উভয়
অংশের সাথে চুম্বক ইনস্টল করা
হয়েছে।
আপনি সেই ভাসমান বলের সাথে
যে কোন বনসাই বা বামনগাছ সংযুক্ত
করতে পারবেন। দুই দিকে
বিপরীতমুখী চুম্বক ব্যবহার করেন।
এতে খুব সহজে গাছ ভাসতে পারে।
জাপানের এই সংস্থা খুব শীঘ্রই
জাপানের বাহিরেও এই গাছ
জানিয়েছেন।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।