Site icon Trickbd.com

কুকুর হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড….

Unnamed

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর
হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে
নিজের নাম স্থাপনে প্রত্যাশী
গ্রেট ডেনমার্কের অধিবাসী এই
কুকুর। যার নাম রক।
রিপোর্ট অনুযায়ী, মাত্র দুই বছর
বয়েসী রক ইতিমধ্যে ৭ ফুট লম্বা এবং
প্রায় ১৬৭ পাউন্ড ওজনের হয়ে
গিয়েছে। রকের মালিক
সিসিটিভি নিউজের ফেসবুক
পেজে জানান, মাত্র আট সপ্তাহ বয়স
থাকাকালীন সময়ে রককে ছয়
মাসের সমান বড় মনে হত। আট মাস বয়স

থেকে জেসিকা উইলিয়াম ও তার
বন্ধু নিক হেল্মস রককে পালন করা শুরু
করে। তারপর মাত্র ছয় মাসে রক সাত
ফুট লম্বা হয়ে যায়।
জেসিকা জানান, তার বাড়ন্ত
শরীরের সাথে সাথে খাবারের
চাহিদাও কম নয়। রক সারাদিনে আট
কাপ কুকুরের খাদ্য খায়। এর সাথে
বিভিন্ন সময়ে বিভিন্ন স্ন্যাকস তো
রয়েছেই।

জেসিকা আরও জানান, তাদের
ছোট এপার্টমেন্ট এ রককে নিয়ে
থাকতে অনেক অসুবিধা হয়। সবচেয়ে
খারাপ লাগার বিষয় হল রককে
দেখে আশেপাশের প্রতিবেশী
তাদের নিকট আসে না। তাদের
শিশুদের রকের নিকট আসতে দেয় না।

তার মনে করেন, এই দৈত্য কুকুর তাদের
শিশুদের ক্ষতি করবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

Exit mobile version