Site icon Trickbd.com

ভারতে রিটেইল স্টোর খুলছে অ্যাপল

Unnamed

ভারতের বাজারে রিটেইল স্টোর
খোলার বিষয়টি নিশ্চিত করেছেন
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ
ম্যাকের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি
ভারতে রিটেইল স্টোর খোলার
বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির
প্রধান নির্বাহী।
এনডিটিভি অনলাইনের খবরে
জানানো হয়, ভারতের বিষয়ে গুরুত্ব
দিচ্ছে অ্যাপল। আইফোন
নির্মাতাপ্রতিষ্ঠানটি ভারতকে
বর্ধনশীল বাজার হিসেবে দেখছে।

তবে ভারতে স্টোর খোলার বিষয়ে

এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে
প্রতিষ্ঠানটি।
বর্তমানে স্মার্টফোনের বাজারে
আইফোনের চাহিদা কমায় দুশ্চিন্তায়
রয়েছে অ্যাপল। আইফোনের বিক্রি
বাড়াতে স্মার্টফোনের দ্রুত বর্ধনশীল
বাজারগুলোর দিকে নজর দিচ্ছে
প্রতিষ্ঠানটি। এই বাজারের
তালিকায় ভারত রয়েছে।

কুক বলেন, এখনো দ্রুত বর্ধনশীল
বাজারগুলোতে ফোরজি এলটিই
নেটওয়ার্ক সহজলভ্য নয়। এ অঞ্চলে
তাদের পণ্য বিক্রির একটা সুযোগ
রয়েছে।
সাশ্রয়ী দামের আইফোন সম্পর্কে টিম
কুক বলেন, কম ফিচার দিয়ে কম দামের
আইফোন তৈরি করবে না অ্যাপল। কারণ
অ্যাপল গবেষণা করে দেখেছে, এ

অঞ্চলের মানুষ একটু বেশি দাম দিয়ে
হলেও উন্নত অভিজ্ঞতা দিতে পারে
এমন স্মার্টফোন চান।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.