Site icon Trickbd.com

অ্যাপেল আইফোন ৫এসই আসতে পারে গোলাপি রঙেও

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
Like me my page

_______________________________________________________

চারিদিকে ভেসে বেড়ানো নানান গুজব বিশ্লেষণ করে
মনে হয় এবার ৪-ইঞ্চি আকারের আইফোন হয়তো সত্যি
সত্যিই আসছে। হতে পারে আগামী ১৫ মার্চ আইপ্যাড
এয়ার ৩ এর পাশাপাশি একই সাথে এই আইফোনটিও
অবমুক্ত হবে।

আইফোনটির নাম নিয়ে আছে হরেক রকম দ্বন্দ্ব। তবুও এখন
আইফোন ৫ এসই নামটিকে চূড়ান্ত বলে মনে করা হচ্ছে।
এই ফোন পাওয়া যাবে সম্ভাব্য তিনটি রঙে- রুপালি, ধূসর
ও গোলাপি। গোলাপি বলতে এখানে প্রকৃত গোলাপি
রঙকেই বোঝানো হচ্ছে, আইফোন ৬এস কিম্বা ৬এস
প্লাসে ব্যবহৃত রোজ গোল্ড বা গোলাপি আভার
সোনালি রঙ নয়। সম্প্রতি হয়ে যাওয়া টোকিও
ইন্টারন্যাশনাল গিফট শো সম্পর্কিত একটি প্রতিবেদনে
দেখা যায় ৬ষ্ঠ প্রজন্মের আইপড টাচের সাথে ৭ম
প্রজন্মের আইপড ন্যানোর তুলনামূলক ছবি ছাপা হয়েছে।
সে ছবিতে সোনালি রঙের সেট দেখা যায় নি। হয়তো
রোজ গোল্ড রঙটি শুধুমাত্র আইফোন ৬এস এর জন্যেই তুলে
রাখা হয়েছে।
এবারের আইপড টাচ আইফোন ৫এসই-তে রেডিও নেই।
শোনা গেছে যে, এতে ৪ইঞ্চি আকারের ডিসপ্লে আছে।
আরও থাকবে এ৮ চিপসেট এবং ৮ মেগাপিক্সেল/১.২ ক্যামেরা কম্বো। এ পর্যন্ত এটুকুই তথ্য পাওয়া গেছে এই ফোন সম্পর্কে।

________________________________________________________

ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com