Site icon Trickbd.com

ইউটিউবে চালু হচ্ছে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং সুবিধা

Unnamed

ইউটিউবে ৩৬০ ডিগ্রী লাইভ
ভিডিও স্ট্রিমিং সুবিধার
উন্নতিকরণে কাজ চলছে। সম্প্রতি
সংবাদমাধ্যম দ্য ভার্জ এক
প্রতিবেদনে এ তথ্য জানায়। তবে এ
ব্যাপারে কোন কথা বলেনি
ইউটিউব।

প্রতিবেদনে বলা হয়, ৩৬০ ডিগ্রী
লাইভ ভিডিও স্ট্রিমিং সুবিধার
উন্নয়নে ৩৬০ ডিগ্রী ক্যামেরা
প্রস্তুতকারকদের সাথে আলোচনায়
বসে ভিডিও শেয়ারিং

ওয়েবসাইটটি। মার্কিন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
অঙ্গরাজ্যের স্যান ব্রুনো’তে হেড
কোয়ার্টারস্থ ইউটিউব ২০০৫
সালের ফেব্রুয়ারীতে
পেপ্যালের তিন সাবেক কর্মী
কর্তৃক নির্মিত হয়। পরবর্তীতে ২০০৬
সালের নভেম্বরে ১.৬৫ মার্কিন
ডলার দিয়ে ইউটিউবকে কিনে
নেয় গুগল।

তখন থেকে গুগলের
অধীনে ইউটিউব পরিচালিত হয়ে
আসছে। সাইটটি ব্যবহারকারীদের
ভিডিও দেখা, আপলোড, রেট,
শেয়ার এবং কমেন্ট করার সুযোগ
দেয়।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.