Site icon Trickbd.com

অপেরার দিকে হাত বাড়াচ্ছে চীন

Unnamed

ইন্টারনেট ব্রাউজার অপেরা কিনতে
চাচ্ছে দুটি চীনা প্রতিষ্ঠান। এজন্য
১শ’ ২০ কোটি ডলারের প্রস্তাবও
দেওয়া হয়েছে।

চীনা প্রতিষ্ঠান কুনলুন টেক আর কাইহু
৩৬০-এর কাছ থেকে এমন প্রস্তাব
পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে
নরওয়েভিত্তিক প্রতিষ্ঠানটি।
কুনলুন টেক একটি গেমিং প্রতিষ্ঠান,
চলতি বছর জানুয়ারি মাসে
সমকামীদের ডেটিং অ্যাপ গ্রিন্ডার
কিনে নেয় তারা। অন্যদিকে, কাইহু
একটি অ্যান্টি-ভাইরাস আর ব্রাউজার
নির্মাতা প্রতিষ্ঠান।

অপেরা-কে কিনতে ১শ’ ২০ কোটি
ডলার দিতে রাজি প্রতিষ্ঠান দুটি,
যা ৪ ফেব্রুয়ারি শেয়ারবাজারের

লেনদেন শেষ হওয়া সময়ের হিসাবে
অপেরার মোট মূল্যের চেয়ে ৫৩
শতাংশ বেশি বলে জানিয়েছে
প্রযুক্তি সাইট এনগেজেট।

প্রস্তাবে অপেরার জবাব কী? এক
বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান
নির্বাহী লার্স বইলেসেন বলেন,
“অপেরাকে এই জুটির কেনার পেছনে
শক্ত কৌশলগত ও ব্যবসায়িক যুক্তি
রয়েছে।” এই জুটি অপেরার
শক্তিশালী মালিক হবে বলে
বিশ্বাস করেন তিনি।

২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি
বিক্রির জন্য ক্রেতা খুঁজছে অপেরা।
ডেস্কটপ ব্রাউজারের পাশাপাশি
মোবাইল ব্রাউজারের জন্যও খ্যাতি
পেয়েছে এটি। আর এর মোবাইল
বিজ্ঞাপন সেবার ব্যবসাতো আছেই।
১৯৯৪ সালে যাত্রা শুরু করে অপেরা।

২০১৪ সালের শেষ প্রান্তিকের
হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী এর মোট

ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটির
বেশি। ২০১৫ সালের জুনের হিসাবে
এর মোট মোবাইল ব্যবহারকারীর
সংখ্যা ২৯ কোটি ১০ লাখ ছাড়িয়ে
যায়।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.