Site icon Trickbd.com

সিম নিবন্ধনে হয়রানি বন্ধে মাঠে নেমেছেন তারানা হালিম

Unnamed

দেশজুড়ে বায়োমেট্রিক পদ্ধতিতে
সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বন্ধে
টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির
‘মোবাইল টিম’ মাঠে থাকবে বলে
জানিয়েছেন টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম।

দেশজুড়ে বায়োমেট্রিক
পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহক
হয়রানি বন্ধে টেলিযোগাযোগ
মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা
বিটিআরসির ‘মোবাইল টিম’ মাঠে
থাকবে বলে জানিয়েছেন
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম। আজ বুধবার ঢাকার বিভিন্ন
স্থানে ঘুরে সিম নিবন্ধনের কাজ
দেখার পর মিরপুর এক নম্বর সেকশনে
তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, মোবাইল টিম দেখবে
গ্রাহকরা কোনো হয়রানির শিকার
হচ্ছেন কিনা। অভিযোগ প্রমাণ হলে

অপারেটরদের চিহ্নত করে হয়রানির
মূল্য দিতে হবে। একটি ‘মোবাইল টিম’ এ
কাজে মাঠে থাকবে জানাতে চাইলে
তারানা বলেন, অবৈধ হ্যান্ডসেট
উদ্ধারসহ অন্যান্য কাজে কয়েকটি দল
মাঠে আছে। তারাই এ কাজ করবে।
এর আগে গত ২৮ জানুয়ারি সচিবালয়ে
মোবাইল ফোন অপারেটদের প্রধান
নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের
সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী বলেন,
সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে
টাকা আদায় করা হচ্ছে বলে তিনি
ফেসবুকে অনেক অভিযোগ পাচ্ছেন।
অথচ এ কাজে গ্রাহকদের কাছ থেকে
কোনো টাকা নেওয়ার সুযোগ নেই।
সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময়
গ্রাহকের কাছ থেকে টাকা আদায়
করলে সংশ্লিষ্ট ‘রিটেইলারকে’
কালো তালিকাভুক্ত করে তার
অনুমোদন বাতিল করা হবে বলে ওই
বৈঠকের পর জানান তিনি। গত ১৬
ডিসেম্বর বাংলাদেশে মোবাইল
ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক
পদ্ধতি চালু হয়। এর ফলে গ্রাহকরা এখন
আর আঙুলের ছাপ ছাড়া নতুন সিম
কিনতে পারছেন না। পাশাপাশি
বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো
সিমের পুনঃনিবন্ধন চলছে, যা আগামী
এপ্রিলের মধ্যে শেষ করার কথা
রয়েছে।
এদিকে আজ এক ফেসবুক স্ট্যাটাসে
তারানা হালিম লিখেছেন, সিম/রিম
রেজিস্ট্রেশন নিয়ে গ্রাহকদের
অভিযোগের ভিত্তিতে আজ মিরপুর
অঞ্চলের বিভিন্ন রিটেইলার ও
অপারেটরদের কাস্টমার কেয়ার
সেন্টার গুলো সরেজমিনে পরিদর্শন
করি এবং গ্রাহকদের অভিযোগুলো
নিয়ে তাদের সাথে সরাসরি কথা
বলি।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম