পাঁচ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণফোনের বিনামূল্যে ওয়াইফাই
Rahenur
ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
প্রকল্পের প্রাথমিক অবস্থায় ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
উদ্যোগের শুরুতে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য গড়ে সর্বোচ্চ এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। তবে শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরাই সেবাটি পাবেন।
গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণারই একটি অংশ হিসেবে বিভাগীয় শহর দুটিতে এই সেবা চালু করেছে গ্রামীণফোন।