Site icon Trickbd.com

First X-ray photo……

Unnamed

প্রথম এক্স-রে
জার্মান পদার্থ বিজ্ঞানী ভিলহেলম
কনরাড রন্টগেন ১৮৯৫ সালের ২২
ডিসেম্বর ফটোগ্রাফিক প্লেটে সদ্য
উদ্ভাবিত অজানা আলো, এক্স-রের
প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন। এমন
সময় তাঁর স্ত্রী আনা বার্থা সেখানে
উপস্থিত হন।

রন্টগেনও মনে মনে
কাউকে আশা করছিলেন। তিনি

চাইছিলেন নতুন এ অজানা আলো (এক্স-
রে) যার ভেদনক্ষমতা আছে, সেটি
মানব দেহের ভেতর দিয়ে গিয়ে
ফটোগ্রাফিক প্লেটে কী ধরনের
প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করা।

রন্টগেন তাঁর স্ত্রীকে ফটোগ্রাফিক
প্লেটের উপরে তাঁর হাত রাখতে
বলেন। এরপর তিনি তড়িৎক্ষরণ নল থেকে
ক্যাথোড রশ্মি নিক্ষেপ করেন। সেই
রশ্মি বার্থার হাত ভেদ করে
ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া
রেখে যায়। সেটাই ছিল বিশ্বের প্রথম
এক্স-রে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.