Site icon Trickbd.com

ফেসবুক ইন্ডিয়া প্রধানের পদত্যাগ

সম্প্রতি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া ফেসবুকের উদ্যোগটি বন্ধ করে দেয়া হয়েছে। আর এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ঘোষণা দিলেন ভারতে ফেসবুকের প্রধান কার্থিগা রেড্ডি।

সম্প্রতি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া ফেসবুকের উদ্যোগটি বন্ধ করে দেয়া হয়েছে। আর এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ঘোষণা দিলেন ভারতে ফেসবুকের প্রধান কার্থিগা রেড্ডি। কার্থিগা রেড্ডি বলেছেন, তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকে নতুন সুযোগ খোঁজার যে প্রচেষ্টা শুরু করেছিলেন, সেখানেই আবার ফিরে যাবেন। আগামী ৬ থেকে ১২ মাস তিনি কাজ চালিয়ে যাবেন এবং এ সময়ের মধ্যে তিনি যোগ্য একজনকে খুঁজে দিতে ফেসবুককে সাহায্য করবেন। তীব্র সমালোচনার মুখে ভারত থেকে ফ্রি বেসিকস সেবা সরিয়ে নিতে বাধ্য হয় ফেসবুক কর্তৃপক্ষ। ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত সোমবার ফ্রি বেসিকস ইন্টারনেট-সেবার ওপর নিষেধাজ্ঞা দেয়।১০ ফেব্রুয়ারি ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘ভারতে আর ফ্রি বেসিকস সেবাটি থাকছে না।’ গত বছরের ফেব্রুয়ারিতে ইন্টারনেট ডট ওআরজি নামে সেবাটি চালু হয়। পরে এটাকে ফ্রি বেসিকস নাম দেয় ফেসবুক।  কার্থিগা রেড্ডি ভারতে ফেসবুকের প্রথম কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন।

সুত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রজুক্তি টানে ট্রিকবিডিতে ফিতে আসি

আমাদের সাথেই থাকুন।