Site icon Trickbd.com

গুগল ক্রোমকাস্ট ব্যবহার করে টিভিকে বানান স্মার্ট টিভি

অনলাইনের সুবিধা বাড়ায় এখন অনেকেই আর সাধারণ কেবল টিভির সংযোগ ব্যবহার করেন না। এ ক্ষেত্রে অনলাইন সংযুক্ত থাকলেই বিনোদনের চাহিদা মেটানো সম্ভব হয়। এ সুবিধায় নতুন ধারা যোগ করেছে গুগলের ক্রোমকাস্ট ডঙ্গল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। গুগলের এ ডঙ্গলটির সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো, এটির মূল্য কম। অ্যাপল টিভি টপ বক্সের দাম ১৫৯ ডলার, প্লেস্টেশন ৪-এর মূল্য ৩৪৩ ডলার। অন্যদিকে গুগলের গ্যাজেটটির মূল্য হলো ৩৫ ডলার। এ অর্থ ব্যয় করলেই আপনার ইন্টারনেট সংযুক্ত ডিজিটাল ডিভাইসকে টিভিতে রূপান্তরিত করা যাবে। টিভির পেছনে যে এইচডিএমআই পোর্ট রয়েছে, সেখানেই এ ডঙ্গলটি লাগাতে হয়। আধুনিক বহু টিভিতেই গুগলের এ ডঙ্গলটি লাগানোর বন্দোবস্ত রয়েছে। এ ডিভাইসটি লাগানোর পর তাতে ইন্টারনেট সংযোগ দেওয়া হলে টিভি চ্যানেলের বিষয়ে আর কিছু ভাবতে হবে না। এ ডিভাইসটিতে ব্যবহার করা যায় কয়েকশ অ্যাপ। আর অ্যাপগুলো দিয়ে ইন্টারনেট থেকেই চালানো যাবে নানা ধরনের চ্যানেল। আপনার প্রিয় ভিডিও ও মিউজিক চ্যানেলগুলো সার্চ করেই অনুসন্ধান করে নিন। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স, বিবিসি আইপ্লেয়ার, এনবিএ ইত্যাদি ব্যবহারও সহজ হয়ে যাবে গুগলের এ ডঙ্গলটি লাগিয়ে নিলে। ক্রোমকাস্টের আরেকটি ফিচার হলো এর মাধ্যমে আপনি স্মার্টফোন সংযুক্ত করে নিতে পারবেন। ফলে স্মার্টফোনের স্ক্রিনের দৃশ্যগুলো টিভির বড় পর্দায় চালাতে পারবেন। এছাড়া স্মার্টফোনের ছবিগুলোও বড় পর্দায় দেখার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি গেমস খেলার সুবিধাও পাওয়া যাবে এতে। গুগল জানিয়েছে, সাধারণ টিভিতে এ যন্ত্রটি লাগিয়ে নিলে তাতে স্মার্ট টিভির বহু বৈশিষ্ট্য পাওয়া যাবে। আর এজন্য ক্রোমকাস্ট ছাড়া অন্য যন্ত্রপাতির প্রয়োজন হবে না। স্মার্টফোনের মিডিয়াগুলো চালানোর পাশাপাশি এতে স্মার্টফোন ব্যবহার করে রিমোট কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। আইফোন, ট্যাবলেট ও ল্যাপটপের সঙ্গেও ব্যবহার করা যাবে এ ডিভাইসটি।