Site icon Trickbd.com

স্মার্টফোন ব্যাটারির চার্জ থাকবে ৭ দিন!

এক ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টফোনের জন্যে নতুন ধরনের ব্যাটারি তৈরি করতে চলেছে। এই ব্যাটারি এতটাই শক্তিশালী হবে যে তা সপ্তাহে মাত্র একবার চার্জ দিতে হবে। ইন্টেলিজেন্ট এনার্জি হোল্ডিংস নামের ওই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো লন্ডনের কালো ট্যাক্সিগুলোতে শক্তি জোগাতে হাইড্রোজেনের ব্যবহারে ব্যাটারি তৈরি করে। এরা জানায়, এক স্মার্টফোন নির্মাতা তাদের ৫.২৫ মিলিয়ন পাউন্ড প্রদান করবে কেবলমাত্র ছোট আকারের ফুয়েল সেল বানানোর জন্যে। এগুলো শুধু স্মার্টফোনেই ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে হাইড্রোজেনকে ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করা হয়। এই ব্যাটারি সামান্য পরিমাণ বাষ্প ছড়ায় বাইপ্রোডাক্ট হিসাবে। অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান এই নির্মাতার কাছ থেকে শক্তিশালী ব্যাটারি বানিয়ে নেয়। কর্মাশিয়াল পাওয়ার জেনারেটর থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ব্যাংক মরগান স্ট্যানলি ইলেকট্রিসিটি সরবরাহ নিশ্চিত করতে হাইড্রোজেন ব্যাটারি ব্যবহার করে। নির্মাতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জুলিয়ান হাজেস জানান, ফুয়েল-সেল প্রযুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাটারিগুলোর শক্তি আরো বহুগুন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এখন স্মার্টফোন নির্মাতাদের পক্ষ থেকে এমন শক্তিশালী ব্যাটারি নির্মাণের তাগাদা আসছে। একই প্রতিষ্ঠানের সিইও হেনরি উইনল্যান্ড বলেন, আগামী দুই বছরের মধ্যে বাজারে স্মার্টফোনের জন্যে ফুয়েল-সেল টেকনলজির ব্যাটারি চলে আসবে বলে আশা করছি। সেন্ট্রাল ইংল্যান্ডের লগবোরোহ-ভিত্তিক এ প্রতিষ্ঠান বিগত ২৫ বছর ধরে এনার্জি নিয়ে গবেষণা করছে। তাদের অধীনে ১ হাজারের বেশি প্যাটেন্ট রয়েছে। ট্যাক্সি ক্যাবের এনার্জিসহ বোয়িং বিমানের ফুয়েল-সেল নিয়েও কাজ করেছে তারা। যে স্মার্টফোন নির্মাতা এমন ব্যাটারি পেতে চায় তার নাম প্রকাশ করা হয়নি। তবে তারা গত বছরের শেষ নাগাদ ফুয়েল-সেল ফোনের একটি প্রোটোটাইপ পেতে চাইছে। যেসব স্থানে বিদ্যুতের ব্যবস্থা নেই, বিশেষ করে আফ্রিকায় এমন স্মার্টফোনের চাহিদা হবে ব্যাপক।

সূত্র : গ্যাজেট ৩৬০ ডিগ্রি

Exit mobile version