Site icon Trickbd.com

সিম রি-রেজিশটার – সাবধান

আপনি কি বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার সিম রি-রেজিশটার করেছেন?

রি-রেজিশটার করার সময় রিটেইলার বা রি-রেজিশটারকারী কি আপনার দুইবার আঙ্গুলের ছাপ নিয়েছে?
আপনাকে কি বলেছে রি-রেজিশটার করতে দুইবার আঙ্গুলের ছাপ দিতে হয় ? আথবা সার্ভার ডাউন ? আওথবা আঙ্গুলের ছাপ মিলছে না? ব্লা ব্লা ব্লা…।

সে আসলে আপনার অজান্তে আপনার ভোটার আইডি দিয়ে আরেকটি নতুন সিম রেজিস্টার/ একটিভ করে নিয়েছে বায়োমেট্রিক পধতিতে !!!!
এই সিম টি উনি বিক্রি করবেন আরেকজনের কাছে?
আর হ্যা এই সিম দিয়ে কোন অনাকাখিত ঘটনা ঘটলে সেই দায় কিন্তু আপনার …।
হ্যা আপনার ।।

তাই বায়োমেট্রিক পধতিতে আপনার সিম রি-রেজিশটার করার সময় দেখে নিন রিটেইলার আপনার মোবাইল নাম্বারটি সফটওয়্যার এ তুলেছে কিনা নাকি অন্য কোন নাম্বার তুলেছে ???
যদি দেখেন অন্য নাম্বার তুলেছে তাহলে সাথে সাথে প্রতিবাদ করুন ,আঙ্গুলের ছাপ দেয়া থেকে বিরত থাকুন এবং আপনার নিকষ্ট থানা বা পুলিশের কাছে জানান ।
নিজে সাবধান হোন এবং অন্যকে জানান ।

আরো ভালো ভালো টিপস পেতে আমার সাইট 24TuneBD.TK