Site icon Trickbd.com

বাংলালিংক অফিশিয়াল পেজের বিরুদ্ধে আইডি হ্যাক ও অশ্লীলতার অভিযোগ

Unnamed

আস্ সালামু আলাইকুম।
উপরের টাইটেল দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন?
দেশের দ্বিতীয় বৃহত্তম
মোবাইল অপারেটর বাংলালিংকের
ভেরিফাইড ফেসবুক পেজ থেকে
আইডি হ্যাক করতে ফিশিং ওয়েবসাইট
শেয়ার এবং অশ্লীলতার অভিযোগ
পাওয়া গেছে! ২১ ফেব্রুয়ারি ভাষা
শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের
নামে বিভিন্ন পোস্টের নিচে
কমেন্টে গিয়ে স্প্যাম লিংক/ ফিশিং
সাইট শেয়ার দিয়েছে বাংলালিংক
পেজ। ওই লিংকে ক্লিক করলেই নতুন
করে একটি ফেসবুক লগইন পেজ চলে
আসছে। সেখানে নতুন করে আইডি
পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই তা
চলে যাচ্ছে বাংলালিংক পেজ
এডমিনের কাছে।

বিষয়টি প্রথম নজরে আসে মেহেদী
হাসান শাওন নামের একজন ফেসবুক
ব্যবহারকারীর। এরপর বাংলাদেশ গ্রে
হ্যাট হ্যাকারসের ফেসবুক গ্রুপ সকলকে
সাবধান হতে একটি পোস্ট দেয়। সে
সম্পর্কে গ্রুপটির এডমিন কাজী
মিনহার মহসিন উদ্দিন ফেসবুকে
লিখেছেন, “বাংলালিংক হতে সবাই
সাবধান। পেজের এডমিন ফিশিং পেজ
বানিয়ে সবাইকে দিচ্ছে যেনো
ফেসবুক আইডি হ্যাক করার চেস্টা

করতে পারে। আমাদের Crew Zone এ
একটি রিপোর্ট পেয়েছি যেখানে
গিয়ে দেখলাম বাংলালিংক এর
ভেরিফাইড ফ্যান পেজ থেকে ফিশিং
লিঙ্ক দেওয়া হচ্ছে। লিঙ্কে গিয়ে
দেখলাম ফেসবুকে লগিন করতে বলা
হচ্ছে, যেখানে আগে থেকে ফেসবুকে
লগিন থাকলে এমনটা হওয়ার কথা না।
এর অর্থ, সেই ফিশিং সাইটে যারাই
আইডি-পাসওয়ার্ড দিচ্ছেন তাদের
লগিন ডিটেইলস বাংলালিংক পেজ
এডমিনের কাছে যাচ্ছে। প্রমাণস্বরূপ
স্ক্রিনশট এবং লিঙ্ক দেওয়া হল। সবাই
সাবধান।”তাঁর দেওয়া স্ক্রিনশটে
দেখা যায়, বাংলালিংকের নীল টিক
চিহ্ন ভেরিভাইড পেজ থেকে এডমিন
বিভিন্ন পোস্টের নিচে গিয়ে একটি
মেসেজ দিয়েছে। সেখানে লেখা
আছে, “আন্তর্জাতিক মাতৃভাষা
দিবসে বাংলালিংক পরিবার থেকে
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সকল ভাষা
শহীদদের প্রতি। সকল ভাষা শহীদদের
প্রতি শ্রদ্ধা রেখে বাংলালিংক
পরিবার দিচ্ছে ২১০০ MB. অফারটি
পেতে নিচের লিংকে প্রবেশ করুন।
http://www.freefbfs.cf/ ”

একই বিষয়ের মুখোমুখি হয়েছেন
আফজাল টাইগার হোসেন। তিনি
ফেসবুকে স্ক্রিনশট দিয়ে লিখেছেন,
“এই ব্যাপারটা আমি গতকাল লক্ষ্য
করছি এবং ওরা ডিলিট করার আগেই
স্ক্রিনশট নিয়ে রাখছি।। দেখেন,
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
আমি কাস্টমার কেয়ারে সাথে সাথে
জানিয়েছি, কিন্তু তারা এই
ব্যাপারটা সরাসরি এড়িয়ে গেছেন।”

আফজালের শেয়ার দেওয়া স্ক্রিনশটে
একই ম্যাসেজ দেখা গেছে। তবে
আগেরটি ছিল কম্পিউটার থেকে
স্ক্রিনশট নেওয়া এবং পরেরটি
মোবাইল থেকে নেওয়া স্ক্রিনশট।
মোবাইল থেকে নেওয়া স্ক্রিনশটে
দেখা যাচ্ছে, বাংলালিংকের এডমিন
যে ম্যাসেজ দিয়েছে তার নিচে
মুস্তাফিজুর রহমান সায়েম লিখেছেন,
“janu i love u”. এর উত্তরে
বাংলালিংকের ভেরিফাইড পেজ
লিখেছে, “Mostafizur Rahman Siyam i
love u too my sexy baby.” তার কিছুক্ষণ
পর আবার লিখেছে,
“muahhhhhhhhhhhhhh my love cute
baby.”
ধন্যবাদ সবাই ভাল থাকুন
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম