Site icon Trickbd.com

গুগল অ্যাকাউন্ট ছাড়াই জিমেইল ব্যবহার

Unnamed

জিমেইল অ্যাকাউন্ট নেই, তাতে
কী? হটমেইল বা ইয়াহু
মেইলব্যবহারকারীদেরও জিমেইল
ব্যবহারের সুযোগ করে দিচ্ছে গুগল।
গুগলের এই সেবাটির
নামজিমেলিফাই। জিমেইলের এক
ব্লগ পোস্টে গুগলেরসফটওয়্যার
প্রকৌশলী মাইকেল কে
সেরলিখেছেন, গত বছর থেকেই
অ্যান্ড্রয়েডেরজিমেইল অ্যাপে
ইয়াহু, আউটলুকের মতো অন্যমেইল
দিয়েও জিমেইলের মেইল
পড়তেপারেন। এ বিষয়ে অনেক
বেশি প্রতিক্রিয়া পেয়েছি
আমরা। অনেকেই জিমেইলেরস্প্যাম
ফিল্টারিং, ইনবক্স সাজানোর
মতোদারুণ ফিচারগুলো ব্যবহার
করতে চান কিন্তুই-মেইল পরিবর্তন
করতে চান না। মেইল

ব্যবহারকারীদের জন্য গুগল
সেইসেবাটি চালু করতে যাচ্ছে।
ইয়াহু,হটমেইল বা আউটলুক
ব্যবহারকারীরাতাঁদের ইনবক্সকে
জিমেলিফাই করতেপারবেন।
জিমেলিফাই ফিচারটি সব ই-
মেইলঅ্যাকাউন্টের লিংক এক করে
জিমেইলেরসঙ্গে যুক্ত করে
জিমেইলের পুরো সুবিধাদেয়। কিন্তু
এতে ই-মেইল অ্যাড্রেস
নাবদলালেও চলে। জিমেইল
অ্যাপটি চালু করেতাতে ই-মেইল
অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে
জিমেলিফাই সক্রিয় করতে হবে।
এতেব্যবহারকারীর হাতে পুরো
নিয়ন্ত্রণ থাকেবলে যেকোনো সময়
জিমেলিফাই থেকেঅ্যাকাউন্ট
সরিয়ে ফেলা যেতে পারে।
জিমেলিফাইয়ের সুবিধা হচ্ছে
স্প্যামপ্রতিরোধ, দ্রুত সার্চ, গুগল
নাউ, একসঙ্গেসব মেইল, উন্নত মেইল
নোটিফিকেশনপ্রভৃতি।এটি এখন
পর্যন্ত শুধু অ্যান্ড্রয়েডফোনেই
ব্যবহার করা যাচ্ছে। →
যেভাবেজিমেলিফাই করবেন
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে
জিমেইল অ্যাপডাউনলোড করতে
হবে। এরপর অ্যাপেব্যক্তিগত ই-
মেইল ঠিকানা দিতে হবে।জিমেইল
অ্যাপটি চালু করলে বাম
দিকেরওপরের কোনায় একটি
হামবার্গার মেনুদেখা যাবে।
সেখান থেকে সেটিংসে গিয়ে যে
ই-মেলকে জিমেইলের সঙ্গে যুক্ত
করতেচাইলে তা করা যাবে।

বাংলাদেশি ডাউনলোড সাইটে আসার অনুরোধ করছি এটা বাংলার নতুন সাইট