ফুটবল ভিডিও গেইম প্রো এভুলিউশন সকার (পেস) ২০১৬-তে ‘ডাউনলোডএবল কনটেন্ট’ হিসেবে আসছে ইউরো ২০১৬। তবে, লাইসেন্স জটিলতার কারণে মাত্র ১৫টি দল নিয়েই আনা হচ্ছে গেইমটি।
ইউরো ২০১৬ তে অংশগ্রহণকারী ২৪ দলের বাকি ৯ দল এই গেইমে থাকলেও সেক্ষেত্রে তাদের জার্সি, বাস্তবের মতো হবে না, এমনকি খেলোয়াড়দেরকেও দেওয়া হবে ভুয়া নাম।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ‘পেস ২০১৬’-এর জন্য ইউরো ২০১৬ অ্যাড-অন আনার বিষয়টি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবার টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ২৪ দলের মধ্যে ১৫ দলের লাইসেন্স পেলেও, ৯টি দলের লাইসেন্স পায়নি এই গেইম। আর তাই গেইমে ওই দলগুলোর জার্সি এবং খেলোয়াড়ের নাম ভিন্ন রাখা হয়েছে। লাইসেন্স না পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, অষ্ট্রিয়া, হাঙ্গেরি এবং রোমেনিয়া।
এই বিষয়ে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান কোনামি ডিজিটাল ইন্টারন্যাশনাল জানায়, নাম এবং জার্সির ভিন্নতা থাকলেও, লাইসেন্স না পাওয়া ভার্চুয়াল এই দলগুলোর খেলার ধরন এবং খেলোয়াড়দের ব্যাক্তিগত ক্ষমতা সত্যিকার দলের মতোই দেখা যাবে এতে। তবে, বাস্তবের মতো এতটা নিখুঁত দেখা যাবে না। টুর্নামেন্টের লাইসেন্স পাওয়া দলগুলোর ক্ষেত্রে দেখা যাবে নতুন জার্সি এবং খেলোয়াড়দের যথার্থ মুখ।
লাইসেন্সের এই জটিলতা দলের পাশাপাশি স্টেডিয়ামের ক্ষেত্রেও বাঁধা সৃষ্টি করেছে। ফ্রান্সের ‘স্তাদ দো ফ্রঁস’ নামের যে স্টেডিয়ামটিতে চলতি বছরের ১০ জুলাই ইউরো ২০১৬ এর ফাইনাল অনুষ্ঠিত হবে, গেইমে এটিই একমাত্র বাস্তব স্টেডিয়াম।
২৪ মার্চ ‘ডাউনলোডেবল কনটেন্ট’ হিসেবে ইউরো ২০১৬ উন্মুক্ত করা হবে। যারা ইতোমধ্যে যে কোনো প্লাটফর্মে ‘পেস ২০১৬’ খেলে আসছেন তারা গেইমটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর এ বছরই ২১ এপ্রিল প্লেস্টেশন ৩ এবং প্লেস্টেশন ৪ এর জন্য মূল গেইমের সঙ্গে বাজারে আসবে ইউরো ২০১৬।