স্মার্টফোনে ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হয়তো এটি ব্যাকগ্রাউন্ডে চালু রাখা সম্ভব না হওয়া। তাই, স্ক্রিন চালু না রাখা অবস্থায় বা স্মার্টফোনে অন্য কোনো কাজের সময় এতদিন ইউটিউবে গান শোনার কোনো ব্যবস্থাও ছিল না। এই সমস্যারই সমাধান রয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ডিভাইসে।
অ্যাপলের ইউটিউব অ্যাপের মাধ্যমে আইফোন এবং আইপ্যাডে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানো যায়। তাই অন্য কাজের পাশাপাশি এখন ইউটিউবে গান শোনা যাবে, আর সেজন্য ভিডিও চালু করে রাখার কোন প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু প্রয়োজন একটি হেডফোন। তবে মিউজিক নিয়ন্ত্রণ করতে হেডফোনে কন্ট্রোলার থাকা জরুরী, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর জন্য কৌশল থাকলেও বেশিরভাগ মানুষের কাছেই সেটি সম্ভবত অজানা। এজন্য প্রথমে ইউটিউবে পছন্দমত ভিডিওটি চালু করতে হবে। এরপর হোম বাটন চাপলে অ্যাপটি বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই অডিও বন্ধ হয়ে যাবে। এবার হেডফোনের প্লে বাটন চাপলেই অডিও আবার বাজতে শুরু করবে। এ অবস্থায় ফোন লক করাসহ অন্যান্য কাজ স্বাভাবিকভাবেই করা যাবে।
এক্ষেত্রে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত গান চলতে থাকবে এবং হেডফোন খুলে ফেলার সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে যাবে। খুবই সাধারণ এই কৌশলের মাধ্যমে স্পটিফাই এবং সাউন্ডক্লাউডের মত মিউজিক অ্যাপগুলোর বিকল্প হিসেবে বিনামুল্যে ইউটিউব ব্যবহার করা যেতে পারে। আর সাধারণ স্ট্রিমিং সার্ভিসে যেসব গান পাওয়া যায় না সেগুলো ইউটিউবের মাধ্যমে শোনা যেতে পারে।