Site icon Trickbd.com

অ্যাপেলের নতুন ৪ ইঞ্চি হ্যান্ডসেটের নাম হবে আইফোন এসই?

Unnamed

যখন থেকে শোনা যাচ্ছিল যে,
অ্যাপেল একটি ৪ ইঞ্চি আকারের
আইফোন তৈরি করবে তখন থেকেই বলা
হয়েছে যে, ফোনটির নাম হবে আইফোন
৬সি। গত ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে
বড় ক্যারিয়ার চায়না মোবাইলের
রোড ম্যাপ ফাঁস হয়ে গেলে দেখা
গেল ৪ ইঞ্চির অ্যাপেল আইফোন
পরবর্তী এপ্রিলে অবমুক্তির জন্যে
তালিকাভূক্ত হয়েছে অ্যাপেল
আইফোন ৭সি নামে।
অ্যাপেলের নতুন ৪ ইঞ্চি হ্যান্ডসেটের
নাম হবে আইফোন এসই?

পরবর্তীতে ঐ মডেলের ফোনের নাম
শোনা গেল অ্যাপেল আইফোন ৫এসই।
অবশেষে চূড়ান্ত ভাবে ৪ ইঞ্চির
মোবাইল ফোনের এই নামই হচ্ছে বলে
সর্বশেষ গুজবে জানা গেছে। আগামী
১৫ মার্চ সংবাদ মাধ্যমের জন্যে একটি
বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা

হয়েছে। আশা করা হচ্ছে সে অনুষ্ঠানে
৪ ইঞ্চি আইফোন, ৯.৭ ইঞ্চি আকারের
অ্যাপেল আইপ্যাড প্রো এবং একটি নতুন
অ্যাপেল ওয়াচ অবমুক্ত করা হবে।
গতকালের খবর সত্য হলে ৪ ইঞ্চির
অ্যাপেল আইফোন পরিচিত হবে
আইফোন এসই নামে। অ্যাপেল ফোনটির
এ নামটিই যদি চূড়ান্ত করে তবে এবারই
সেই ২০০৭ এর ওজি অ্যাপেল আইফোনের
পর প্রথমবার অ্যাপেলের স্মার্টফোনের
নামে কোন সংখ্যা থাকবে না। এই
ফোনেও থাকবে অ্যাপেল আইফোন ৬
এস এর মতো এ৯ চিপ সাথে এম৯ কো-
প্রসেসর, টাচ আইডি, এনএফসি, অ্যাপেল
পে, লাইভ ফটো, ১৬জিবি/৬৪জিবি
সংস্করণসহ আরো অনেক বৈশিষ্ট্য। অবশ্য
আইফোন ৫এস এর ডিজাইন অনুসরণ করা
হয়েছে এই ফোনের জন্যে। এদিকে
আরো একটি ফাঁস হওয়া ছবি
বিশ্লেষণে দেখা গেছে যে, আইফোন
৫এস এর চেয়ে অ্যাপেল আইফোন ৬ এর
সাথেই ৪ ইঞ্চির আইফোনটির মিল
বেশি রয়েছে।
আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা
অ্যাপেল আইফোন এসই সম্পর্কে আরো
নতুন খবর পাবো। ১৫ মার্চ এ যাবত
পাওয়া খবরের বিষয়ে সব অনিশ্চয়তা দূর
হবে। আমাদের কাছে তখন থাকবে একদম
সঠিক তথ্য। যে সব ফোন ব্যবহারকারী ৪.৭
ইঞ্চি আকারের মতো বড় ফোন হাতে
নিয়ে সাচ্ছন্দবোধ করেন না অথচ যারা
আইফোন ৬এস এর মতো বৈশিষ্ট্যের
একটি বিশেষ ফোন হাতে রাখতে চান
তাদের জন্যেই আসছে অ্যাপেল
আইফোন এসই।
দয়া করে ভিসিট করুন আমার সাইটে Hamwap.com