Site icon Trickbd.com

হ্যাকিং থেকে বাঁচাবে মাইক্রোসফটের ‘অ্যান্টি হ্যাকিং টুল’

সফট জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারিদের নিরাপত্তার জন্য নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে। উইন্ডোজ ডিফেন্ডার সফটওয়্যারে যুক্ত হওয়া এই ফিচারের নাম অ্যান্টি হ্যাকিং টুল।

এই ফিচারের মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীদের হ্যাকিংয়ের কবলে পড়লে সতর্ক করে দেবে সাথে সাথে। এর ফলে মাইক্রোসফট ব্যবহারকারীরা হ্যাকিং থেকে রক্ষা পেতে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে। তবে উইন্ডোজ ডিফেন্ডারের এই ‘অ্যাডভান্সড থ্রেট প্রটেকশন’ (এটিপি) হ্যাকিং বন্ধে প্রয়োজনীয় সাহায্য করতে পারবেনা।  শুধুমাত্র সতর্ক করে দিতে পারবে। কোন কারণে নিরাপত্তার ব্যাঘাত ঘটলেই এই নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী। যেমন : কোনো অবিশ্বস্ত আইপি অ্যাড্রেস থেকে ব্যবহারকারীর নিজস্ব নেটওয়ার্কে প্রবেশ করতে চাইলে তা ধরে ফেলবে এটিপি।

মাইক্রোসফট জানিয়েছে, তারা বিশ্বজুড়ে ১০০ কোটি উইন্ডোজ ডিভাইস, আড়াই ট্রিলিয়ন ওয়েবসাইট এবং ১০ লাখ ফাইল পর্যালোচনা করছে। কখনো সাইবার হুমকি পেলেই তারা তাদের ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠাবে।