বিশ্বজুড়ে ২০১৬ সালের শেষ নাগাদ মোবাইলে ইন্টারনেট সংযোগের অর্ধেকই হবে স্মার্টফোন। বিশ্বজুড়ে মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএর প্রতিনিধিদের নিয়ে তৈরি জিএসএমএ ইনটেলিজেন্সের এক পূর্বাভাসে এ কথা বলা হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, স্মার্টফোন সংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীন। বর্তমানে বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার হচ্ছে চীন। ২০১৫ সালে দেশটিতে ৮৯ কোটি মানুষ ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে। চীনে হুয়াওয়ে, জেটিইর মতো বেশ কয়েকটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্থানীয় চাহিদা মিটিয়ে মধ্যবিত্তদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছে।
সিনহুয়া বলছে, ২০১৫ সালের শেষদিকে চীনে স্মার্টফোন ব্যবহারের হার কমলে চীনের গ্রাহকেরা নতুন ফোন হালনাগাদ করছেন বলে বিক্রি ভালো।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিলি করা মোবাইল ওয়ার্ল্ড ডেইলি ম্যাগাজিনে জিএসএমএ ইন্টেলিজেন্সের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৫ সালের শেষ পর্যন্ত বিশ্বে মোবাইল সংযোগের মধ্যে স্মার্টফোন থেকে সংযোগ ৪৫ শতাংশ ছিল। পাঁচ বছর আগে যা ছিল ১০ শতাংশের কম। গত পাঁচ বছরে ২৯০ কোটি স্মার্টফোন সংযোগের আওতায় এসেছে। আগামী পাঁচ বছরে আরও ২৫০ কোটি স্মার্টফোন সংযোগের আওতায় আসবে বলে পূর্বাভাস দিয়েছেন জিএসএমএর বিশেষজ্ঞরা।