২০২০ সাল নাগাদ যত মোবাইল ফোন বিক্রি হবে তার ৯৮ শতাংশই হবে স্মার্টফোন। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইজিআরের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
আইজিআরের প্রেসিডেন্ট লেইন গিলট বলেন, বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি বেড়ে যাওয়ার নানা কারণ আছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে-স্মার্টফোনের দাম কমে যাওয়া। উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্মার্টফোনের দাম কম হওয়ায় অনেকেই তা কিনতে পারছেন।
গিলট আরও বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর ক্রেতারা স্মার্টফোনে ঝুঁকছেন কারণ, স্মার্টফোন তাঁদের সহজে বহনযোগ্য যন্ত্র সঙ্গে রাখার ও হালনাগাদ তথ্যভিত্তিক জীবনযাপনের সুযোগ করে দেয়। এই উন্নয়নের ফলে ২০১৫ সালে মোট যে ২০০ কোটি মোবাইল ফোন বিক্রি হয়েছে তার সিংহভাগই স্মার্টফোন। তথ্যসূত্র: আইএএনএস।