ওয়েব ডেস্ক: আপনার হাতের ফোনটি ছাড়া আপনি এক মুহূর্তও চলতে পারেন নাঠিক কথা কিন্তু ফোনটির ক্ষেত্রে আপনাকে যে সমস্যায় হামেশাই পড়তে হয় তাহলো, যে ফোনের চার্জ শেষ সেক্ষেত্রে সবসময় তো আপনি আপনার বাড়িতেও থাকেন না যে, টুক করে চার্জে বসিয়ে নেবেন আপনি সেই মুহূর্তে যে জায়গায় রয়েছেন, সেখানে চার্জে দেওয়ার ব্যবস্থাও তো থাকতে হবে মানে প্লাগ পয়েন্ট থাকতে হবে অবশ্যই দ্বিতীয়ত, আপনাকে সবসময় আপনার ফোনের চার্জার ‘ক্যারি’ করতে হবে কিন্তু সেটাও তো সবসময় আপনার পক্ষে সম্ভব নয়