Site icon Trickbd.com

পেনড্রাইভে ডাটা আছে অথচ এম্পটি দেখাচ্ছে সমাধানও পাচ্ছেন না তাই এখনি নিন সমাধান

Unnamed

সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম আজকের টিউন।


কিছু কথা আবড়িয়ে লিখাটিকে খানিক লম্বা বা বিরক্তিকর করতেই বাধ্য হলাম। সম্ভবত ইতমধ্যে অনেক আজাইরা বক বক করেই ফেললাম তাই আর না। এবার মূল কথায় ফিরা যাক, আমাদের অনেকেরই এই সমস্যায় পড়তে হয় যে পেনড্রাইভে ডাটা ভরপুর অথচ অপেন করতে গেলে দেখায় ফাইল এম্পটি যা খুবি অস্বস্তিকর। জিনিসটা দেখতে নিচের ছবির মত

সে ক্ষেত্রে আমরা মনে করি ভাইরাসের কারণে এই সমস্যা হয়ে থাকে, আসলে তা মোটেই নয়। বরং সিস্টেমের কিছু hide অপশন অপেন থাকে বিধায় এমনটি দেখায় যা আমরা চাইলেই খুব সহজে unhide কিরতে পারি। আমার দেখানো পথ অনুস্বরণ করুন। প্রথমে পেনড্রাইভটি পিসিতে সংযোগ করুন তারপর run এ গিয়ে লিখুন cmd এবং এন্টার চাপুন, নিচের মত দেখবেন

এবার আপনি আপনার পেনড্রাইভটি যে ড্রাইভে আছে সে ড্রাইভের লেটার এবং ইস্টু(:) লিখে এন্টার চাপুন, (আমার পেনড্রাইভটি G ড্রাইভে ছিল তাই আমি G: দিয়েছি) নিচের মত দেখবেন

এবার লিখুন ATTRIB -H -S -A *.*(স্টার ডট স্টার) /S /D  এবং এন্টার চাপুন, নিচের ছবিটা দেখুন বুঝতে সহজ হবে

ব্যস আপনার কাজ শেষ। এবার পেনড্রাইভটি অপেন করুন আর দেখুন মজা্।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন

আমার সাইটে ঘুরে আসতে পারেন TipsaLL24.com