এবার মেসেজিং সার্ভিস লাইন থেকে অন্তত ২০০ মানুষের সাথে করফারেন্স কল করতে পারবেন আপনি। মেসেজিং সার্ভিসটি সম্প্রতি নতুন এক ফিচার চালু করেছে যা ব্যবহারকারীদের এ ধরনের সুবিধা সৃষ্টি করে দিচ্ছে। অথচ স্কাইপে মাত্র ২৫ জনের সাথে কনফারেন্স কল করা যায়।
লাইন মোবাইল এবং ডেস্কটপ উভয় সংস্করণে এ ফিচারটি যুক্ত করেছে। বর্তমানে ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে উইন্ডোজ ডেস্কটপ এবং ম্যাক সাপোর্ট বের হবে। সম্পূর্ণ ফ্রি ফিচারটি উভয় গ্রুপ এবং মাল্টি-পারসনে চ্যাট করা যেতে পারে। তবে দক্ষিণ কোরিয় ভিত্তিক মেসেজিং সার্ভিসটির এই ফিচারটি এশিয়ার বাইরে প্রথমে ছাড়া হবে। তবে ফিচারটি ছাড়ার আগে লাইনের মূল বাজার অর্থাৎ, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান এবং ইন্দোনেশিয়ায় এটি পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছিল।
সূত্র: এনগ্যাজেট
ভাললাগলে আমার সাইটে ঘুরে আসবেনঃ http://techtunerbd.com