যদি প্রশ্ন করি কোন
জিনিসটা ছাড়া এক মুহূর্তও
চলেন না আপনি, তাহলে কী
বলবেন আপনি? তাহলে
সিংহভাগই উত্তর দেবেন
স্মার্ট ফোন৷
আমাদের আধুনিক জীবনকে
আরও স্মার্ট করে তুলেছে
ওই হাতের মুঠোফোনটিই৷
জীবনকে এক নিমেষে আরও
মে়ড ইজি বানিয়ে দিয়েছে
আপনার মোবাইলই-
কিন্তু যে আপনার এত
কাছের, তার সম্বন্ধে সব
কথা জানেন তো?
নিচে মোবাইল নিয়ে এক
ডজন কথা যা আপনি নাও
জানতে পারেন-
• মহাকাশে যাওয়া
মহাকাশচারীদের
কম্পিউটারের থেকেও বেশি
কার্যকরী আপনার
স্মার্টফোন৷
• টয়লেটের হাতলে যত
সংখ্যক ব্যাকটেরিয়া আছে
তার চেয়ে আঠারো গুণ বেশি

সংখ্যক ব্যাকটেরিয়া থাকে
মোবাইলে৷
• মোবাইল হারিয়ে ফেলার
ভয়কে কী বলেন জানেন?
মোবাইল হারিয়ে যাবে,
অনেকেই এমন অমূলক ভয়
পান, একে বলে
নোমোফোবিয়া৷
• চীনে বাড়ির কম্পিউটারে
নয়, মোবাইলেই বেশি
ইন্টারনেটে ব্যবহার করেন
গ্রাহকরা৷
• সমীক্ষায় প্রকাশ,
প্রতিদিন একজন ব্যক্তি
গড়ে শতাধিক বার মোবাইল
আনলক করে৷
• ফিনল্যান্ডে মোবাইল
ছোড়া একটি জনপ্রিয় খেলা৷
• মার্কিন যুক্তরাষ্ট্রে
প্রথমবার মোবাইল বিক্রি
হয়৷ ‌১৯৮৩ সালে চার হাজার
ডলারে বিক্রি হয় প্রথম
মোবাইলটি৷
• জাপানিরা শাওয়ারের তলায়
স্নান করতে করতেও
মোবাইলে কথা বলেন, তাই
জাপানে নির্মিত হওয়া বেশির
ভাগ মোবাইলই
ওয়াটারপ্রুফ৷
• স্মার্টফোন গ্রাহকদের
মধ্যে শতকরা ৬৫ শতাংশই
কোনও অ্যাপ ডাউনলোড
করেন না৷
• বিশ্বে যত ব্যক্তির
বাড়িতে শৌচাগার আছে তার
চেয়ে বেশি মানুষ মোবাইল
ব্যবহার করেন৷
• বিশ্বের ৭০ শতাংশ
মোবাইল তৈরি হয় চীনে৷ ৯৯
শতাংশ মোবাইল ভাইরাসের
লক্ষ্য হল অ্যান্ড্রয়েড
ফোন৷
• বিশ্বের সবচেয়ে টাফ
মোবাইল ফোন হল সোনিম
এক্সপি ৩৩০০ ফোর্স৷ ৮৪
ফুট উঁচু থেকে পড়েও অক্ষত
ছিল মোবাইলটি৷ এর জন্য
গিনেস বুকে রেকর্ড করে
মোবাইলটি৷

আমার সাইট একবার ঘুরে আসুন Plese my site

Leave a Reply