Site icon Trickbd.com

সমুদ্রের নিচে ভ্রমণ এবার গাড়িতে..

Unnamed

পানির নিচে মূলত সাবমেরিনের
সাহায্যে ভ্রমণ করা হয়।
কিন্তু
এবার আর নৌকা, জাহাজ,
সাবমেরিন কোন কিছুর প্রয়োজন
হবে না।
আপনি যে গাড়ি দিয়ে
স্থলে ঘুরে বেড়াবেন সেই গাড়ি

দিয়ে সমুদ্রের নিচেও ঘুরে
বেড়াতে পারবেন।

রিন্সপিদ কোম্পানির স্কুবা
নামের এই গাড়ি পানির নিচে
৩৩ মিটার পর্যন্ত চলতে পারে।

স্থলের এই গাড়ি পানির নিচে
যেয়ে একবারে সাবমেরিনের মত
চলাচল করতে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
Exit mobile version