Site icon Trickbd.com

প্রথম পুঁজিবাজার চালু করল মিয়ানমার

Myanmar's Deputy Minister of Finance and Revenue, Maung Maung Thein, far right delivers a speech as audience applaud during the opening ceremony of the Yangon Stock Exchange in Yangon, Myanmar, Wednesday, Dec. 9, 2015.(AP Photo/ Gemunu Amarasinghe)

মিয়ানমারের প্রথম পুঁজিবাজার ইয়াঙ্গুন স্টক এক্সচেঞ্জে (ওয়াইএসএক্স) গতকাল শুক্রবার লেনদেন শুরু হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে এর কার্যক্রম শুরু হয়।

বিবিসির এক খবরে বলা হয়, একটি মাত্র তালিকাভুক্ত কোম্পানি নিয়ে শুক্রবার লেনদেন শুরু হয় ইয়াঙ্গুন স্টক এক্সচেঞ্জে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, ফার্স্ট মিয়ানমার ইনভেস্টমেন্ট কোম্পানি (এফএমআই) নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ইয়াঙ্গুন স্টক এক্সচেঞ্জের প্রথম তালিকাভুক্ত কোম্পানি। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করে এটি দেশটির পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। শুক্রবার লেনদেন শুরু সময় এ কোম্পানির শেয়ারের দাম ছিল ৩১ হাজার কিয়াট বা দুই হাজার ছয় টাকা  (এক টাকা = ১৫.৪৫ কিয়াট)।

ইয়াঙ্গুন স্টক এক্সচেঞ্জের কার্যক্রম যে ভবনে শুরু হয়েছে সেখানে আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ছিল।

২০ বছর আগে মিয়ানমারের জান্তা সরকারের শাসনামলে এই পুঁজিবাজারের কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু বিভিন্ন অবহেলায় তা বন্ধ ছিল। দেশটির গণতান্ত্রিক নেতা বলে খ্যাত অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতা গ্রহণের সময় থেকে তা চালু হলো।

একটি কোম্পানি নিয়ে মিয়ানমারের পুঁজিবাজার চালু হলেও শিগগিরই আরো কোম্পানি এখানে তালিকাভুক্ত হবে। তবে আপাতত কোনো বিদেশি কোম্পানি এ বাজারে তালিকাভুক্ত হতে পারবে না।