Site icon Trickbd.com

মোবাইলে আসবে প্লেস্টেশন গেইম

Unnamed

ইলেকট্রনিক্স ব্যবসায় নতুন একটি
বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে
জাপানিজ ইলেক্ট্রনিক্স জায়ান্ট
সনি। নতুন এই বিভাগের মাধ্যমে
মোবাইল ফোনের জন্য প্লেস্টেশন
গেইম বানাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি স্মার্টফোনের জন্য গেইম
তৈরির ঘোষণা দেয় গেইম নির্মাতা
প্রতিষ্ঠান নিনটেনডো। মিটোমো
নামে একটি স্মার্টফোন গেইম চালু
করার পর তা বেশ জনপ্রিয়তা লাভ
করেছে। স্মার্টফোন গেইমারদের
বাজারই বর্তমানে নিনটেনডোর
প্রধান লক্ষ্য। এর ঠিক পরপরই নতুন এমন
সিদ্ধান্ত নিল সনি।

সনির নতুন এই ডিভিশনের নাম দেওয়া
হয়েছে ‘ফরোয়ার্ড ওয়ার্কস’। এই
বিভাগটি আইওএস আর অ্যান্ড্রয়েডের
জন্য প্লেস্টেশন গেইম বানাতে কাজ
করবে।
নতুন এই ব্যবসা ক্ষেত্রে সনি কেবল
জাপানি ও এশীয় বাজারে গেইম
তৈরির ক্ষেত্রেই গুরুত্ব দিয়েছে।
কিন্তু এর পরবর্তী সম্প্রসারণ সম্পর্কে
কিছু জানায়নি প্রতিষ্ঠানটি, খবর
মার্কিন সংবাদ সাইট ইয়াহু নিউজ-এর।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ চ্যানেল
সিএনবিসি জানিয়েছে, ধারণা করা
হচ্ছে গেইমের বাজারে প্রতিদ্বন্দ্বী
নিনটেনডো-এর সঙ্গে পাল্লা দিতে
নতুন এই বিভাগ চালুর সিদ্ধান্ত
নিয়েছে সনি।
তাছাড়া সনি ইতোমধ্যে বিভিন্ন
ছোট গেইম ডিভাইসের জন্য হিটম্যান
গো, টার্ন বাই টার্ন পাজল ইত্যাদি
তৈরি করে গেইমারদের মধ্যে ব্যাপক
জনপ্রিয়তা পেয়েছে।
চলতি বছর ১ এপ্রিল এই বিভাগ চালু
করা হবে বলে জানিয়েছে সনি।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.