Site icon Trickbd.com

স্মার্টফোন নাকি পিস্তল ?

Unnamed

ডেইলি মেইলের খবর অনুযায়ী
মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মরক্ষার
জন্য নিজের কাছে বন্দুক রাখা
একেবারে স্বাভাবিক ! অনেকে
স্রেফ শখেও বন্দুক রাখে। তাদের
জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে এই
নয়া পিস্তল। পিস্তলটি অবিকল
দেখতে একটি স্মার্টফোনের
মতো, আকারেও তাই। অনায়াসে
জিন্সের হিপ পকেটে চালান
করে দেওয়া যায়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম
ডেইলি মেইলের খবর অনুযায়ী
‘আইডিয়া কনসিল’ নামের একটি
মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাণ
সংস্থার ঘোষণা সত্যি হলে

এমনটিই ঘটতে চলছে অদূর ভবিষ্যতে।
আসছে স্মার্টফোনবেশী পিস্তল!
‘আইডিয়া কনসিল’ নামের
প্রতিষ্ঠানটি এরই মধ্যে নাকি এই
স্মার্টফোনবেশী পিস্তলটি
তৈরি করে ফেলেছে। এখন কেবল
ডাবল ব্যারেলড ৩৮০ ক্যালিবার
পিস্তলের পেটেন্ট পাওয়ার
অপেক্ষা।
প্রস্তুতকারক সংস্থা আইডিয়া
কনসিলের দাবি, আজকের যুগে
সুরক্ষিত থাকতে পকেটে
স্মার্টফোনের সঙ্গে একটি পিস্তল
রাখাটা বিলাসিতা নয়, জরুরি।
পকেট থেকে বার করুন, সেফটি
ক্যাচ সরান, ট্রিগার টিপে দিন।
ব্যস, উল্টোদিকের শত্রুর দফারফা,
এক প্রেস বিবৃতিতে এমনটাই
জানিয়েছে সংস্থাটি। দাম কত?
সংস্থার এক কর্মকর্তা
জানিয়েছেন, পেটেন্ট মিললে
খোলাবাজারে ৩৯৫ ডলারে
মিলবে এই স্মার্টফোনবেশী
পিস্তল।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.