Site icon Trickbd.com

সুখবর: অবশেষে বাংলাদেশে আসছে পেপ্যাল !

Unnamed

অবশেষে বাংলাদেশে
আসছে পেপ্যাল –
বাংলাদেশে ২০১১ সালে
পেপ্যাল আসার কথা
থাকলেও তার চূড়ান্ত বাস্তবায়ন
হতে যাচ্ছে চলতি বছরেই। বিশ্বের
১৯৪তম দেশ হিসেবে অনলাইনে
অর্থ
লেনদেনের সুযোগ পেতে যাচ্ছে
বাংলাদেশ। এ বিষয়ের
আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তথ্য-
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক এখন যুক্তরাষ্ট্রে

অবস্থান করছেন। ইতিমধ্যেই
ক্যালিফোর্নিয়ায় পেপ্যালের
প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির
ভাইস প্রেসিডেন্ট-এর সাথে সোম

মঙ্গলবার দু’ দফা বৈঠকও করেছেন।
তবে কি আলোচনা হয়েছে তা
তিনি দেশে ফিরেই জানাবেন
বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
২০১১
সালে বাংলাদেশ
অ্যাসোসিয়েশন
অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন
সার্ভিসেস (বেসিস) দেশে
পেপ্যাল নিয়ে আসার জন্য উদ্যোগ
নেয়। ২০১২ সালে এসে এটি
বাস্তবায়নের জন্য নানান ভাবে
চেষ্টা করতে থাকে সরকারের
শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সে
বছর সেপ্টেম্বরে বাংলাদেশে
পেপ্যাল চালু হচ্ছে বলে ঘোষণাও
দেওয়া হয়েছিল। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন