গুগল তাদের নতুন ফটো অ্যাপের জনপ্রিয়তা বাড়াতে নতুন একটি ফিচার যোগ করেছে। এবার সেটাকে আরো একটু ব্যবহারকারীবান্ধব করা হয়েছে।
এর আগে গুগলে কোনো কিছু খুঁজতে চাইলে সার্চ বক্সে লিখে সার্চ দেওয়া যেত। এবার গুগল ফটোস নিয়ে এসেছে ইমোজি সার্চের সুবিধা।
অর্থাৎ কোনো ইমোজি দিয়ে গুগল ফটোসে সার্চ দিলে সে-সংক্রান্ত ছবি চলে আসবে। গুগল প্লাসের এক ব্লগপোস্টে গুগল ফটোসের নতুন এই ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ভারতীয় ওয়েবসাইট ফার্স্ট পোস্ট।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ফটোস অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের ছবি খুঁজে বের করতে পারবেন। যেমন : কোন ছাতার ইমোজি দিয়ে গুগল ফটোসে সার্চ দেওয়া হলে, সেখানে ছাতার পাশাপাশি বৃষ্টির দিনের ছবিও খুঁজে বের করবে গুগল।
দিন দিন প্রযুক্তির মাধ্যমে মানুষের কষ্ট কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গুগল সার্চ প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। এর ক্রমাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে গুগল। আর তার অংশ হিসেবেই এ ধরনের নতুন নতুন ফিচার যোগ করা হয়।
তবে ইমোজি দিয়ে সার্চের এই সুযোগ গুগল বহাল রাখবে নাকি পরীক্ষার পর সরিয়ে নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।