সদ্য বাজারে আসা স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজের জন্য কাঠের কেসিং বাজারে আনলো কভার-আপ নামের একটি মোবাইল ডিভাইস এক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি কিন্ডলে ই-বুক রিডার এবং ট্যাবের জন্য কাঠের কেসিং তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ব্যতিক্রম এবং বৈচিত্র্যে বিশ্বাস করে। তারা চায় গ্রাহকের হাতে গুণগত মান সম্পন্ন পণ্য তুলে দিতে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি স্যামসাং ফোনের জন্য কাঠের কেসিং তৈরি করেছে।
কাঠের কেসিং গুলো দেখতে বেশ আকর্ষণীয়। লেসার কাটিং এ তৈরি এই কেসিং গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজের সঙ্গে বেশ খাপ খাইয়েছে। ফোন দুইটিকে আরও মনোলোভা করেছে।
কাঠের দুই ধরনের কেসিং বানিয়েছে প্রতিষ্ঠানটি। একটির মডেল স্ন্যাপ। অন্যটি এক্সপোজড। দুটোই মসৃণ।
দুই মডেলের কেসিংয়ে দামও ভিন্ন ভিন্ন। একটির দাম ২৪ ডলার। অন্যটির ২৮ ডলার।