Site icon Trickbd.com

সাকিবদের সুসংবাদ আর মুস্তাফিজদের শিবিরে

Unnamed

আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুই
তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুটি
দলে খেলছেন। সাকিব কলকাতা নাইট রাইডার্সে এবং
মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদে।
আজ মাঠে গড়াচ্ছে আইপিএল নাইনের প্রথম ম্যাচ।
সাকিবরা মাঠে নামবেন আগামীকাল। আর রোববার
মুস্তাফিজদের পালা। কিন্তু এর আগে টাইগার দুই
তারকা দুই দলে দুই রকম সংবাদ। ক্যারিবীয় স্পিনার
সুনীল নারাইন দলে ফেরায় সুসংবাদ সাকিবদের
কেকেআরে।
তবে মুস্তাফিজদের শিবিরে দুসংবাদ। দুই সপ্তাহের
জন্য মাঠের বাইরে চলে গেছেন সানরাইজার্সের

অন্যতম সেরা ব্যাটসম্যান যুবরাজ সিং।
টি২০ বিশ্বকাপে খেলতে না পারলেও আইপিএল
নাইনের আসর শুরু হওয়ার আগেই অবৈধ অ্যাকশনের
অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন নারাইন। ওয়েস্ট
ইন্ডিজের এই অফ স্পিনারের তাই কলকাতা নাইট
রাইডার্সের হয়ে শনিবার শুরু আইপিএলে খেলায়
কোনো বাধা নেই।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে,
নারিন গত ২৮ মার্চ চেন্নাইয়ে তার শুধরে নেয়া
অ্যাকশনের পরীক্ষা দেন। তাতে পাশ করে যাওয়ায়
আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে আর
বাধা নেই নারাইনের।
গত নভেম্বরে শ্রীলঙ্কায় ওয়ানডে ম্যাচ খেলার সময়
রিপোর্টেড হন নারাইন। এরপর খেলতে এসেছিলেন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে। কিন্তু আইসিসির
কাছে দেয়া টেস্টে পাশ করতে পারেননি। তাই
নিষিদ্ধ হয়ে বিপিএলের মাঝ পথে দেশে ফিরে যান।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন
PostMela.Com

ফেসবুকে আমি