প্রিভের পর অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন
বাজারে ছাড়ার পরিকল্পনা করছে
ব্ল্যাকবেরি। মধ্যপ্রাচ্যভিত্তিক
সংবাদপত্র দ্য ন্যাশনালকে দেওয়া এক
সাক্ষাৎকারে ব্ল্যাকবেরির প্রধান
নির্বাহী জন চেন বলেছেন, এ বছরের
মধ্যেই নতুন দুটি অ্যান্ড্রয়েড ফোন
বাজারে আসবে। তবে নির্দিষ্ট
কোনো সময়সীমা বেঁধে দেননি
তিনি।

প্রতিবেদন অনুযায়ী, চেন বলেছেন দুটি

স্মার্টফোনের একটি হবে পুরোপুরি
টাচস্ক্রিনের। আরেকটি হবে
কোয়ার্টি কি–বোর্ডযুক্ত। স্মার্টফোন
দুটির দাম হবে ৩০০ থেকে ৪০০ মার্কিন
ডলারের মধ্যে। অর্থাৎ ফোন দুটি হবে
মিড-রেঞ্জ বা মধ্যম সারির ফোন।

প্রসঙ্গত, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ ঘোষণা
দিয়েছে, গত তিন মাসে, অর্থাৎ মার্চ
মাস পর্যন্ত ছয় লাখ ইউনিট ব্ল্যাকবেরি
ফোন বিক্রি হয়েছে। বিশ্লেষকেরা
পূর্বাভাস দিয়েছেন, প্রথম প্রান্তিকে
সাড়ে আট লাখ ইউনিট ব্ল্যাকবেরি
ফোন বিক্রি হতে পারে। তবে এই
সময়ে ঠিক কত ইউনিট অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমনির্ভর প্রিভ
ফোন বিক্রি হয়েছে, তা প্রকাশ
করেনি ব্ল্যাকবেরি। গত বছরে

ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম
বাদ দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমনির্ভর ফোন তৈরি শুরু করে
ব্ল্যাকবেরি।

ভাইয়া সময় পেলে আমার সাইটটি একবার দেখে আসবেন

Leave a Reply