স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের জন্য একটি
অভিনব সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়। বাংলাদেশের রাজধানী ঢাকার
অদূরে পূর্বাচলে তৈরি করতে যাচ্ছে ১ লাখ
আসনের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম।
জানা গেছে, এ ষ্টেডিয়ামের নির্মাণের
দায়িত্ব
থাকবে অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠান।
বুধবার স্টেডিয়াম সাইট পরিদর্শন করেছে যুব
স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে বুধবার
অনুষ্ঠিত সংসদীয় কমিটির ২০তম বৈঠক শেষে
কমিটির সদস্যরা স্টেডিয়াম পরিদর্শনে যান
কমিটি সভাপতি জাহিদ আহসান রাসেলের
সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার,
উপমন্ত্রী আরিফ খান জয়, কবিরুল হক, নাহিম
রাজ্জাক এবং আমাতুল কিবরিয়া কেয়া
চৌধুরী।
৬ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন