Site icon Trickbd.com

৯শ’ ফুট উপর থেকে পড়েও ভাঙল না ফোন!

Unnamed

সম্প্রতি মটোরোলার ড্রয়েড টার্বো টু-এর একটি মোবাইল সেট

পরীক্ষা করা হল। ৯শ’ ফুট উপর থেকে পড়ে গেলেও ভাঙ্গেনি ফোনটি। ফোনের ক্যামেরা অন করে ড্রোনের সঙ্গে ঝুঁলিয়ে দেওয়া হল।

ঠিক ৯শ’ ফুট উপর থেকে নিচে ফেলে দেওয়া হল ফোনটিকে। তারপর যা দেখতে পাওয়া যায় তা অবিশ্বাস্য। ফোনটিকে উপর থেকে ফেলে দেয়া হলো নিচে। উপর থেকে নিচ পড়ে কয়েকবার মাটির উপরে সেটটি ড্রপ খেলো কিন্তু তাতে করে তেমন বড় পরিমাণ কোন ক্ষতি হয়নি। এই পরীক্ষার পর শুধুমাত্র উপরের স্তরে একটু স্ক্র্যাচের দাগ ছাড়া আর কোনও ক্ষতি লক্ষ্য করা যায়নি ফোনটিতে।

এতে ৩ জিবি র‌্যাম, ২১ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর সহ আরও অনেক ফিচার বর্তমান। এছাড়া এর স্ক্রিন তৈরি করা হয়েছে ৫টি ফ্লেক্সিবেল প্লাস্টিক লেয়ার দিয়ে। সব থেকে ওপরে থাকা অলেড প্যানেল ফোনের বডিকে সুরক্ষা করতে কাজে লাগে।
___________________________________
 

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি