Site icon Trickbd.com

ওয়াইফাই রাউটারের রেঞ্জ বাড়ানোর ডিভাইস বাজারে

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে নেটগিয়ার ব্র্যান্ডের ইএক্স ৩৭০০ মডেলের ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রেঞ্জ এক্সেন্ডার।

ডিভাইসটি বিদ্যমান ওয়াইফাই কানেকশনের পরিধি বাড়াতে সহায়তা করে। এটি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম চলে। তাই যেকোনো ওয়ারলেস বি/জি/এন রাউটার অথবা গেটওয়েতে খুব সহজে কাজ করা যায়। ডিভাইসটির তথ্য আদান-প্রদান গতি প্রতি সেকেন্ডে ৭৫০ মেগাবাইট।

ওয়ারলেস প্রতিবন্ধকতা ছাড়াই এটি বাসা-বাড়ির ওয়াইফাই কানেকশনের পরিধি বাড়িয়ে দেয়। ডিভাইসটি ডব্লিউইপি, ডব্লিউপিএ-পিএসকে এবং ডব্লিউপিএ২-পিএসকে সিকিউরিটি সিস্টেম সমর্থন করে।