চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশে সব পর্নো সাইট
বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা
হালিম।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড
ফেসবুক পেজে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে এ ঘোষণা
দেন প্রতিমন্ত্রী।
পোস্টের নিচে কমেন্ট করেন, ‘আপা, পর্নোগ্রাফির
সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন
করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি।
যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে
না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল
পৌঁছাবে না।’
আমিনের ওই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম
উত্তর দেন, ‘আমরা এই সপ্তাহের মধ্যেই সকল
পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।’
সবার কাছে অনুরোধ রইল আমার সাইটে একটু ঘুরে আসবেনPostMela.Com