ক্রিকেটের সর্বোচ্চ জনপ্রিয় ফরম্যাট চার-ছক্কার
ধামাকা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ কিপটে বোলারদের
তালিকায় শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন
বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দেয়ার এই রেকর্ডটি এই
প্রথমবারের মতে নিজের করে নিলেন কাটার মাস্টার।
২০ ওভারে এই ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে কম
ইকোনোমি মুস্তাফিজের।
মুস্তাফিজ এই পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে
ইকোনোমি দাঁড় করান ৫.৯৪। আন্তর্জাতিক টি-
মধ্যে মুস্তাফিজের ইকোনোমি সবচেয়ে কম। শুধু তাই নয়,
একমাত্র তার ইকোনোমি রেট ৬.০০ এর নিচে।
মুস্তাফিজের পর সেরা ইকোনোমির দিক থেকে দ্বিতীয়
স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক। ২০১১ সালে
অবসরে যাওয়া এই পেসারের ইকোনোমি ৬.০৭।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের
ইকোনোমি ৬.০০ এর নিচে। ১৩টি আন্তর্জাতিক টি-
টোয়েন্টি ম্যাচে ৩০৮ বলে ৩০৭ রান দিয়েছেন। তাতে
৫.৯ ইকোনোমি রয়েছে তার।
টি-টেয়েন্টিতে ইকোনোমির দিক থেকে সব মিলিয়ে
অষ্টম স্থানে আছেন মুস্তাফিজ। ৫.৪১ ইকোনোমি নিয়ে
শীর্ষে আছেন স্পিনার স্যামুয়েল বদ্রি। তার পরের দুটি
স্থানে আছেন সুনীল নারাইন (৫.৫৩) ও নেপালের
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com