Site icon Trickbd.com

ফ্রীতে আপনার পিসি এর জন্য নিয়ে নিন $114 বা প্রায় ৯০০০ টাকা মূল্যের ওয়্যারল্যাস মাউস,কীবোর্ড,গেম প্যাড …সাথে $4 মূল্যের এপ ফ্রী তে তো থাকছেই

আসসালামুআলাইকুম… অনেক দিন পর লিখতে বসলাম 🙂

আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন…

যাইহোক আজকে খুব মজাদার একটা টপিক নিয়ে লিখতে বসলাম… আমরা তো অনেকেই ওয়্যারল্যাস মাউস,কীবোর্ড, গেম পেড ব্যবহার করেছি …

ওয়্যারলেস  বলতে সে জিনিষ কে বুঝায় যেটা ব্যবহার করতে কোন ওয়্যার বা তারের দরকার পরে না…শুধু মাত্র কম্পিউটারে বা ল্যাপটপে ওয়াইফাই থাকলেই চলে

এরকম মাউস এর বাজার মূল্য $11 বা  ৮৯০  টাকার মতো … কীবোর্ড এর মূল্য $38  অথবা ২৯৯০  টাকার মতো এবং গ্যামপ্যাড এর মূল্য $65 বা ৫০০০ টাকা এর মতো সর্বমোট ৯০০০ টাকা এর মতো  (Source: Computer Source BD)

এত্তো কিছু যদি একেবারে ফ্রীতেই পাওয়া যায় তবে এবং আপনার হাতে থাকা একটা ডিভাইসের ভিতর ই ব্যাপার টা আসলেই অনেক অসাধারন হয় 😀

আপনি ফিজিক্যাললি ডিভাইস গুলো না পেলেও আপনার হাত থাকা স্মার্ট ফোন টার মাধ্যমেই অইসব ডিভাইসের কাজ চালাতে পারবেন …

ডাওনলোড লিংকঃ

প্রথমেই আপনার এন্ড্রয়েড ফোন এবং কম্পিউটার এর জন্য এপ দুইটা ডাওনলোড করুন

For Android device: Wirless mosue & keyboard.apk

For pc : Wirless mosue & keyboard.exe

সেটাপ প্রসেসঃ

ডাওনলোড করা এপ দুইটা এন্ড্রয়েড এবং কম্পিউটারে ইনষ্টল করে নিন এবং পিসি তে যদি ফায়ারওয়্যাল একসেস চায় তবে একসেস দিন

এখন ফোন এবং পিসি কে কানেক্ট করার পালা । ২ টা মেথড এ এটা করা যাবে

#মেথড ১ঃ

এই মেথডে আপনার ফোন এবপং পিসি সেম ওয়াইফাই রাউটার এর সাথে কানেক্টেড থাকতে হবে… তারপর পিসি তে সফটওয়্যার টা ট্যাস্কবারে ওপেন করলে Ip adress list দেখতে পাবেন এবং সেখানে থেকে সবার শেষের আইপি টা দিয়ে কানেক্ট করতে হবে।

ফোনেও এপ টা ওপেন করুন এবং শেষের আইপি টা দিয়ে কানেক্ট দিন

 

#মেথড ২ঃ

যদি এমন টা হয় আপনার কোন ওয়াইফাই রাউটার না থাকে তবে আপনাকে এই মেথডে কানেক্ট করতে হবে…

 

ব্যস… কানেক্ট করলেই কাজ শেষ… এইবার আপনি আপনার ফোনের মাধ্যমেই মাউস, কীবোর্ড, গেম প্যাড এর কাজ চালাতে পারবেন… সাথে ব্রাউজার কন্ট্রোল, প্রেসেন্টেশন মুড সহ আরো অনেক কিছু তো আছেই 😀

স্ক্রিনশুটঃ

 

আশা করি ব্যপার টা ব্যবহার এর পর অনেকের ই ভালো লাগবে… আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না 🙂

ভালো থাকুন এবং প্রযুক্তি তথা ট্রিকবিডি এর সাথেই থাকুন 😀