Site icon Trickbd.com

LSI keywords কি, কেন LSI keywords ব্যবহার করবেন ও কিভাবে করবেন।

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি LSI keywords কি, LSI keywords এর ব্যবহার, কি ভাবে LSI keywords খুজে বের করবেন।চলুন তাহলে মুল আলোচনায় ফিরে যাই LSI keywords কি?

LSI keywords কি

LSI keywordsএর পূর্ণরূপ হচ্ছে  Latent Semantic Indexing keywords।জানি যারা নিউ ব্যাপারটি তাদের মাথার উপর দিয়ে গিয়েছে। আসুন বাংলাতে এর মানে বলি তাইলে একটু তে মাথায় কিছু ঢুকবে

Latent= অন্তর্নিহিত, কাছাকাছি।

Semantic=শব্দগত, ভাষাগত।

Indexing=গ্রন্থাদির সূচিভুক্ত।

তাহলে LSI এর মানে একটু সাজিয়ে বললে হল গ্রন্থের সূচিভুক্ত শব্দের অন্তর্নিহিত। ভাবছেন আখানে গ্রন্থ আসল কোথা দিয়ে আসলে এটা হচ্ছে সার্চ ইঙ্গিনের তালিকাভুক্ত শব্দের অন্তর্নিহিত বুঝায়ছে। উধাহরণ হিসেবে এই ছবিটি দেখুন।LSI keywords এর ব্যবহার

এই সব যাইগায় ও ব্যবহার করতে পারেন।

কেন ব্যবহার করবেন keyword stuffing দিয়ে বাচতে, keyword density ঠিক রাখতে। পাণ্ডা এর হাত দিয়ে বাচতে।

কি ভাবে LSI keywords খুজে বের করবেন।

আপনি LSI keywords খুজে বের করতে পারবেন এই সাইট গুলি দিয়ে নিচে আমার ব্যবহৃত সাইট এর নাম দিলাম।

  1. LSI Graph.
  2. Keyword Tool.
  3. Google Keyword Planner Tool.
  4. Google Auto Complete.
  5. Google related search.

এবার চলুন LSI Graph দিয়ে কিভাবে LSI keywords খুজে বের করতে পারবেন তা দেখি।নিচের ছবিটির দিকে তাকান তাহলে আপনি আপনার LSI keywords খুজে পাবেন।
আরো,নিত্য-নতুন ট্রিকস পেতে নিয়মিত
আমার PostMaza,Com সাইটে আসেন।
ধন্যবাদ।।

Exit mobile version