ভা র্চুয়াল রিয়েলিটির (ভিআর)
জনপ্রিয়তা গেমারদের মধ্যে একটু
বেশিই। আর ভিআর ব্যবহারে
গেমিংয়ের সত্যিকারের অনুভূতিও পাওয়া
যায়। এবার তাদের কথা ভেবেই
তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান এসার
নিয়ে আসছে নতুন ল্যাপটপ।
ল্যাপটপটির মডেল এসার’স গিগানটিক
প্রিডেটর ১৭এক্স। এই ল্যাপটপের
সাথে ভিআর হেডস্যাট পাওয়া যাবে
বিনামূল্যে।
সঙ্গে ফুল সাইজড কি-বোর্ড
রয়েছে এই মডেলে। কি-
বোর্ডে নম্বর প্যাড সহ ব্যাকলিট
রয়েছে। ৪ গিগাহার্জের কোর
আই৭ প্রসেসরের সঙ্গে
রয়েছে ৬৪ জিবি র্যাম। সঙ্গে
শক্তিশালী এনভিডিয়া জিফোর্স
জিটিএক্স ৯৮০ গ্রাফিক্স কার্ড, ৫১২ জিবি
এসএসডির সঙ্গে প্রিডেটর ১৭এক্স
এ রয়েছে ৪ টেরাবাইটের
হার্ডডিস্ক।
১৭.৩ ইঞ্চি মনিটর থাকা সত্ত্বেও
ল্যাপটপটির ব্যাকআপ ৩ ঘণ্টা। ওজন
সাড়ে চার কেজি।
কালো এবং লাল রঙের সমন্বয়ে গড়া
ব্যাকপ্যাকে বহন করা যাবে।
ল্যাপটপটির মূল্য ২ হাজর ৭৯৯ ডলার।
♦♦♦♦Visit My Site .. ♦♦♦