আসসালামুআলাইকুম,

টাইটেল ঠিক‌ই আছে , ইন্টারনেট কানেকশন ছাড়া বাটন ফোন দিয়েও চাইলে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব ।
আজকের পোস্ট এ দেখানো হবে কিভাবে বাটন ফোন দিয়েও কারো লোকেশন ট্র্যাকিং করা যায়।

পরিবারের কেউ বাইরে থাকলে, ফোন রিসিভ না করলে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো এটার একটা সমাধান আছে । Buddy Tracker সার্ভিসের মাধ্যমে আপনি চাইলেই পরিবারে কারো লোকেশন জেনে নিতে পারবেন । এতে দরকার হবে না কোন ইন্টারনেট কানেকশন । চাইলে বাটন ফোন থেকেও লোকেশন জেনে নেওয়া সম্ভব । তো চলুন শুরু করা যাক ।

Buddy Tracker মূলত রবির একটা Value added service . তো এটার জন্য রবি সিম দরকার হবে । আজকের টিউটোরিয়াল শুধু রবি সিমের জন্য । অন্য অপারেটরে টিউটোরিয়াল গুলো একে একে দেয়া হবে ।

প্রথমে মেসেজ অপশনে গিয়ে START MBM লিখে সেন্ড করুন 218182 নাম্বারে ।

তারপর ফিরতি মেসেজ আসলে Y লিখে রিপ্লাই দিন ।

তারপর সার্ভিসটি চালু হয়ে যাবে ।

তারপর NA <space> [আপনার নাম] লিখে সেন্ড করুন ।
যেমন: NA Rahat
এবার যার লোকেশন ট্র্যাক করবেন তার ফোন নাম্বার এড করার পালা ।
ADD <space>তার Phone number<space> তার নাম লিখে সেন্ড করুন
যেমন: ADD 01812345678 priyo

এরপর তার ফোন থেকে এপ্রুভ করতে হবে । এটা শুধু মাত্র প্রথমবারের জন্য করা লাগবে । একবার approval নেয়া হয়ে গেলে আর approval নেওয়ার প্রয়োজন হবে না ।
তার ফোনে এমন একটা মেসেজ আসবে । তার ফোন থেকে
Y<space>আপনার ফোন নাম্বার লিখে 218182 তে সেন্ড করুন।

ব্যাস কাজ শেষ ।

এবার L<space> তার নাম অথবা ফোন নাম্বার লিখে 218182 তে সেন্ড করলেই ফিরতে এসএমএস এ তার লোকেশন চলে আসবে ।

তো এটা ছিল রবি সিমের জন্য । টেলিটক বাদে অন্য সব সিমেই সম্ভব । অন্যগুলোর টিউটোরিয়াল একে একে দেয়া হবে । আজ এ পর্যন্তই । কমেন্টে ফিডব্যাক দিবেন আশা করি ।
পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে তো আমাকে ধন্যবাদ দিতে পারেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে ☺️☺️
আমার ইউটিউব চ্যানেল

ফেইসবুক

 

13 thoughts on "?লোকেশন ট্র্যাক করুন ইন্টারনেট ছাড়াই, বাটন ফোন দিয়েও সম্ভব?"

  1. Jihad903 Contributor says:
    Valoi tobe aro valo kisu asha korsilam
  2. tajbir23 Author says:
    Gp te hoy na, last year off kore dise gp te. Buddy tracker niye Amar post ace
  3. md shawon002 Contributor says:
    Vai smart phone dia kivhabe location track korbo. Ata nia jodi sombob hoi tahola pls. Dekhaben..
    1. Rahat Author Post Creator says:
      Okk
  4. অনেক বছর আগে আব্বুর ফোন নাম্বার এভাবে ট্র‍্যাক করতাম।।।।
    তখন সার্ভিসটির নাম অন্য কিছু ছিল, আর শুধুমাত্র থানা দেখাতো………
    আজ আব্বু নেই…..??
    1. Sakibur Rahman Contributor says:
      ইন্না-লিল্লাহ ??
    2. Rahat Author Post Creator says:
      ?? , দোয়া র‌ইলো ভাই আপনার আব্বুর জন্য।
  5. Shoruv Author says:
    vai er basha ki jashore e?
    1. Rahat Author Post Creator says:
      Jee
  6. Siyam Jaman Contributor says:
    taka katbe naki?
  7. Somrat Ahmed Contributor says:
    Gp thakle valo hoto
  8. Harun Molla Contributor says:
    শুধু নাম্বার দিয়ে কিভাবে ট্রাক করা যাবে সে বিষয়ে ভাবেন । অনেক সময় অচেনা কেউ বিরক্ত করলে ট্রাক করার প্রয়োজন পড়ে। এপ্রুপ করার কোন অপশন থাকেনা। শুধু নাম্বার দিয়ে লোকেশন বের কেমনে করা যায় শেখান প্রয়োজনে পেমেন্ট পাবেন চা নাস্তা করার। ধন্যবাদ

Leave a Reply