আপনি text আকারে যা লিখবেন সেটাই ভিডিও আকারে প্রকাশ হবে। এমন একটি ai নিয়েই আজকের পোস্ট।
আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিকবিডির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
বর্তমানে ai এর নাম শুনেছে কিন্তু Chatgpt এর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।chatgpt একটি text to text Ai. কিন্তু ai এর ইদানিং যে উন্নতি ঘটছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনদিন এমনভাবে আগাচ্ছে যে মোশন গ্রাফিক্সের জায়গা দখল করে নিচ্ছে।আজকে আলোচনা করছি এমন একটি Ai নিয়ে যেটির ফিচার হচ্ছে Text to Video আউটপুট। আপনি যা লিখবেন যেটির বর্ননা দিবেন সেটিই video আকারে প্রকাশ করার ক্ষমতা রাখে এই ai।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নাম Runway
চলুন কথা না বাড়িয়ে এটির টিউটোরিয়াল দেখে নিই
প্রথমে এই লিংক এ ক্লিক করুন ai ওয়েবসাইট এর জন্য
এ ধরনের পেজ আপনারা দেখতে পাবেন।Try runway for free তে ক্লিক করবেন
Ai টির সুবিধা পেতে আপনার দরকার হবে একটি একাউন্ট। এটির জন্য সাইনআপ করা লাগবে। আপনারা গুগল একাউন্ট দিয়ে এটির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।এজন্য sign up with google এ ক্লিক করূন
সফলভাবে সাইনআপ করার জন্য এ ধরনের পেজ আসবে। এগুলো হয় skip নয় ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন।
এখন এই হোমপেজের দেখা পাবেন।start with text এ ক্লিক করবেন।
তারপর Gen-2 এসব পেজ সামনে আসবে।চাইলে সার্ভেতে অংশ নিয়ে আপগ্রেড করতে পারেন কিন্তু প্রাথমিকভাবে দেখার জন্য skip এ ক্লিক করূন
দেখুন Text লেখার অপশন চলে আসছে। এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান তা লিখবেন। আমি যেমন লিখলাম A dog riding on space এরপর generate 4s এ ক্লিক করবেন। এটি দিয়ে আপনারা 4 second এর একটি শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন।
দেখুন ভিডিও জেনারেট হতে শুরু করেছে। ১৫-২০ সেকেন্ড মতো অপেক্ষা করুন। এরপর দেখুন আমার ভিডিও চলে আসছে।
এভাবে আপনারা ৪ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ai দিয়ে তৈরী করতে পারবেন।
আজকে এ পর্যন্তই।আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।