Site icon Trickbd.com

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ক্যামেরা অ্যাপ তৈরি করছে ফেসবুক

Unnamed

ব্যবহারকারীর পরস্পরের মধ্যে
যোগাযোগ বাড়াতে ছবি আদান-
প্রদানের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের
মতো একটি ক্যামেরা অ্যাপ তৈরি
করছে ফেসবুক। লন্ডনে ফেসবুকের
‘ফ্রেন্ড-শেয়ারিং’ নামের একটি
ডেভেলপার দল এই অ্যাপ তৈরি করছে।

অ্যাপটি এখনো প্রাথমিক পর্যায়ে
রয়েছে।

ফেসবুক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়াল
স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
পরীক্ষামূলকভাবে তৈরি ফেসবুকের
অ্যাপটি এখনই সবার জন্য উন্মুক্ত করার
কথা ভাবছে না ফেসবুক। অবশ্য
ভবিষ্যতে এই অ্যাপ দিয়ে ভিডিও
ধারণ ও লাইভ স্ট্রিমিং করার সুবিধা
দিতে পারে ফেসবুক। অবশ্য অ্যাপটি
নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক

কোনো তথ্য প্রকাশ করেনি।